মুম্বই: ট্রোলদের এক ধমকে থামিয়ে দিলেন তাপসী পান্নু। তাঁর পোশাক নিয়ে বাঁকা মন্তব্য করা সমালোচকদের বুঝিয়ে দিলেন, সহজে সব কিছু মেনে নেবেন না তিনি।

হয়েছিল কী, গতকাল তাপসী ইনস্টাগ্রামে নিজের একটি স্ট্র্যাপলেস পোশাক পরা ছবি পোস্ট করেন।

দেখুন ছবিটি



সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। বেশিরভাগই প্রশংসা করেন। তবে কেউ কেউ মন্তব্য করেন, এত ছোট পোশাক না পরলেই পারতেন তাপসী। একজন তো আবার বলে বসেন, আপনার কি জামাকাপড় কেনার পয়সা নেই নাকি শরীর দেখাতে দারুণ লাগে!

এতক্ষণ চুপ করে থাকলেও তাপসী বুঝিয়ে দেন, তিনি এমন মন্তব্য মুখ বুজে হজম করার মেয়ে নন। সঙ্গে সঙ্গে তাঁর জবাব, আপনার মত সংস্কৃতির রক্ষক তো বেশি মেলে না স্যারজি। নিজের পরিচয় তৈরি করতে তাই এমন পোশাক পরতে হয়, আপনার মত নায়ক কী সহজে মেলে!




ঝামেলা অবশ্য এতেই মেটেনি। আর একজন মন্তব্য করেন, তাপসীর পোশাক ভারতীয় সংস্কৃতির পক্ষে সঠিক নয়। এরপর জুড়ুয়া টু-তে তাপসীর নায়ক বরুণ ধবন তাপসীর মন্তব্যের প্রশংসা করে টুইট করে বলেন, দুর্দান্ত, তাপসী।




বরুণ-তাপসী-জ্যাকলিন ফার্নান্ডেজের ছবি জুড়ুয়া টু দুর্দান্ত হিট হয়েছে। ১০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছে ছবিটি।