মুম্বই: বলিউডে স্বজন-পোষণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘পিঙ্ক-এর পর কেউ আর আমার অভিনয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে না। কিন্তু তারপরেও আমার বদলে অন্য কাউকে বেছে নেওয়া হয়। কারণ, সে কোনও একজনকে আত্মীয়। বহুবার এমন হয়েছে, আমরা যে জায়গা অর্জন করেছি, সেটা না পাওয়া সত্ত্বেও আমাদের তুলনায় তারকাদের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়েছে। কিন্তু তারপরেও অনায়াসেই আমাদের যে কোনও ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা দেখে খারাপ লাগে।’
তাপসী আরও বলেছেন, দক্ষিণ ভারতের ছবির তারকা হওয়া সত্ত্বেও বলিউডে তাঁকে যথেষ্ট কষ্ট করে জায়গা পেতে হয়েছে। মুম্বইয়ে থাকার জায়গা পাওয়া নিয়েও কম ঝামেলা হয়নি। একা একটি মেয়েকে কেউই বাড়ি ভাড়া দিতে চাইছিল না। তারা বিশ্বাসই করতে পারছিল না, বাড়ির ভাড়া দেওয়ার ক্ষমতা তাঁর আছে। অনেক লড়াই করেই তিনি সাফল্য পেয়েছেন।
তারকাদের সন্তানদের মতো গুরুত্ব পাইনা, বলিউডে স্বজন-পোষণ নিয়ে বিস্ফোরক তাপসী পান্নু
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2018 05:25 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -