তেহরান: ইরানের সেমিরম শহরের কাছে জাগরস পাহাড়ে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। তেহরান থেকে ইয়াসুজ শহরে যাচ্ছিল বিমানটি। প্রচণ্ড কুয়াশার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৬ জন পাইলট ও কর্মী ছিলেন। সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের জরুরি পরিষেবা বিভাগের প্রধান পীর হোসেন কুলিভান্দ জানিয়েছেন, ‘যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি স্বল্প দূরত্বের উড়ান হিসেবে ব্যবহৃত হত। দুই ইঞ্জিনের এই বিমানটি তেহরানের দক্ষিণ দিকে ৪৮০ কিলোমিটার দূরে ভেঙে পড়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে।’

ইরানের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মজতবা খালেদি জানিয়েছেন, যে অঞ্চলে বিমানটি ভেঙে পড়েছে, সেটি দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় অ্যাম্বুল্যান্স পাঠানো সম্ভব নয়। তাই উদ্ধারকার্যের জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।