মুম্বই: বলিউডের একজন প্রথম সারির নায়ক একা যা পারিশ্রমিক পান, তার অর্ধেকে যে কোনও প্রথম সারির নায়িকাকে নিয়ে গোটা একটা নারীকেন্দ্রিক সিনেমা তৈরি হয়ে যায়। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বললেন তাপসী পান্নু। একজন প্রথম সারির নায়ক যা পান, তার এক চতুর্থাংশ- এমনকী তারও কম পান একজন জনপ্রিয় নায়িকা। তাপসী বলেছেন।
তাপসীর আশা, তাঁর জীবদ্দশাতেই এই পরিস্থিতি পালটে যাবে। যখন আরও বেশি মানুষ নারীকেন্দ্রিক ছবি দেখতে যাবেন, তখনই এই পরিস্থিতি বদলাবে। শুধু বক্স অফিসই তা বদলাতে পারে। গত ৪-৫ বছরে নারীকেন্দ্রিক ছবির সংখ্যা অনেক বেড়েছে কিন্তু একমাত্র ব্যবসাই আসল পার্থক্য গড়ে দেয়। আর কোনও উপায় নেই। আমাদের এখনও অনেক পথ যেতে হবে।
আলোচনা চলাকালীন একজন তাঁকে হিন্দিতে কথা বলতে বলেন, কারণ হিন্দি ছবি করেন তিনি। তাপসী হিন্দিতে জবাব দেন, বলেন, তেলুগু ছবিতেও অভিনয় করেন তিনি।
বলিউডে নায়ক আর নায়িকার মধ্যে পারিশ্রমিকের ব্যবধান বিরাট, বললে তাপসী পান্নু
ABP Ananda, Web Desk
Updated at:
26 Nov 2019 03:53 PM (IST)
তাপসীর আশা, তাঁর জীবদ্দশাতেই এই পরিস্থিতি পালটে যাবে। যখন আরও বেশি মানুষ নারীকেন্দ্রিক ছবি দেখতে যাবেন, তখনই এই পরিস্থিতি বদলাবে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -