বাবাসাহেব অম্বেডকরের আদর্শের পথে হেঁটে ১৩০ কোটি দেশবাসীর মঙ্গলে কাজ করার শপথও রয়েছে সরকারের। শাহ আরও বলেছেন, যে ভারতীয় সংবিধান বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, সেটি ফেডেরাল, ঐক্যমুখীও। হিন্দিতে তিনি ট্যুইট করেছেন, সংবিধান দিবস উপলক্ষ্যে বাবাসাহেব অম্বেডকরকে শ্রদ্ধা জানাই যিনি দেশকে একটি প্রগতিশীল সংবিধান উপহার দিয়েছেন, শ্রদ্ধা সব দেশপ্রেমিককেও যাঁরা সেই সংবিধান অক্ষত রেখেছেন।
১৯৪৯ এর ২৬ নভেম্বর দিনটিতেই সংবিধান গৃহীত হয়েছিল, পরের বছর তা কার্যকর হয়েছিল। ভারতীয় সাধারণতন্ত্রের যাত্রার সূচনা সেখান থেকেই। এটা মাথায় রেখে আজকের দিনটি সংবিধান দিবস হিসাবে সাড়ম্বরে পালন করছে মোদী সরকার। সংবিধান পরিষদের সংবিধান চালুর ৭০-তম বর্ষপূর্তিতে সংসদের সেন্ট্রাল হলে বসেছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন।