‘বেবি’ ও ‘পিঙ্ক’-এর মত ছবিতে নজরে পড়া তাপসীর আগামী ছবি ‘নাম শাবানা’। এতে অ্যাকশন চরিত্র করবেন তিনি। ৩১ তারিখ মুক্তি পাবে ছবিটি। লাইনে দূরত্ব বজায় রাখুন, আবেদন তাপসীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2017 10:26 AM (IST)
মুম্বই: লাইনে দাঁড়ানোর সময় শারীরিক দূরত্ব বজায় রাখুন। আবেদন ‘পিঙ্ক’ অভিনেত্রী তাপসী পান্নুর। টুইটারে তাঁর মন্তব্য, জানি আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। কিন্তু লাইনে দাঁড়ানোর সময় একটু দূরত্ব বজায় রাখা অবশ্যই সম্ভব।