কলকাতা: বলিউডকে তিনিই বলেছিলেন, 'ABCD-Any Body Can Dance'। কেবলমাত্র নাচ নিয়ে যে আস্ত একটি ছবি তৈরি করা যায়, করা যায় তার সিক্যুয়ালও, সেটাই শিখিয়েছিলেন তিনিই। আজ ৫১ বছরে পা দিলেন বলিউডের 'মাইকেল জ্যাকসন' প্রভুদেবা। জন্মদিনে জেনে নেওয়া যাক এই নৃত্যশিল্পী-পরিচালকের সম্পর্কে একাধিক অজানা গল্প।
বাবা মুগুর সুন্দর আদর্শ ছিলেন 'প্রভুদেবা'-র। দক্ষিণী ছবির কোরিওগ্রাফার ছিলেন তাঁর বাবা। প্রভুদেবা ভেবেছিলেন কেরিয়ার গড়বেন নাচ দিয়েই। আর তাই, ওয়ের্স্টার্ন থেরে শুরু করে ভারতীয়, একাধিক ধারায় নাচ শিখেছিলেন প্রভুদেবা। ভারতীয় ছবির 'মাইকেল জ্যাকসন' বলা হয় প্রভুদেবাকে। একসময়ে খুব কম সঞ্চয় নিয়ে মায়ানগরীতে এসেছিলেন প্রভূদেবা। স্বপ্ন দেখতে। বর্তমানে ১৭৫ কোটির মালিক এই তারকা। তাঁর মাসিক আয় নাকি ২ কোটিরও বেশি। প্রথম বিবাহে বিচ্ছেদ হয় প্রভূদেবার। বর্তমানে হিমানির সঙ্গে বিবাহিত সম্পর্কে রয়েছেন তিনি। পেশায় ফিজিওথেরাপিস্ট হিমানির সঙ্গে একসময়ে সহবাসও করতেন প্রভুদেবা।
শোনা যায়, একসময়ে নয়নতারার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রভুদেবা। ২০১১ সালে তাঁর প্রথম বিয়ে ভাঙে। শোনা যায়, নয়নতারার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের কথা জানার পরে বিচ্ছেদ চেয়েছিলেন তাঁর প্রথম স্ত্রীই। বিবাহবিচ্ছেদের পরে নয়নতারার সঙ্গেই মুম্বইতে চলে আসেন প্রভুদেবা। পরবর্তীকালে অবশ্য তাঁদের সম্পর্ক স্থায়ী হয়নি। ৩ সন্তানের বাবা প্রভুদেবার জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। মাত্র ১৩ বছর বয়সে মারা যায় প্রভুদেবার বড় ছেলে। ক্যানসারে আক্রান্ত ছিল বিশাল। দীর্ঘদিন ধরে নাচ শিখলেও, নাচের হাত ধরে কিন্তু পর্দায় প্রথমবার আসেননি প্রভুদেবা। একটি তামিল ছবিতে তাঁকে প্রথম দেখা গিয়েছিল একজন বংশীবাদকের ভূমিকায়। ১৯৮৯ সালে প্রথম একটি তামিল ছবিতেই কোরিওগ্রাফি করে নাচের জগতে বাণিজ্যিকভাবে প্রবেশ করেন প্রভুদেবা।
একসময়ে স্বপ্ন দেখবেন বলে, নাচ নিয়ে প্রতিষ্ঠিত হবেন বলেই মায়ানগরীতে পা রেখেছিলেন প্রভুদেবা। বর্তমানে বলিউডের যথেষ্ট প্রতিষ্ঠিত না তিনি।
আরও পড়ুন: Sara Ali Khan: ৪০ কিলো ওজন ঝরিয়েছিলেন, কী ছিল সারার সেই ডায়েট প্ল্যান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।