মুম্বই: উজমা আবমেদের বায়োপিকে সুষমা স্বরাজের ভূমিকায় তিনি অভিনয় করছেন না বলে জানিয়ে দিলেন অভিনেত্রী তাব্বু।


বর্তমানে ‘গোলমাল এগেইন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তাব্বু। সম্প্রতি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে তাঁকে ধীরজ কুমার পরিচালিত উজমা আহমেদের বায়োপিকে দেখা যাবে। সেখানে তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ভূমিকায় অভিনয় করবেন।


কিন্তু, এদিন যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন এই জাতীয় পুরস্কর বিজয়ী অভিনেত্রী। তিনি জানান, তাঁকে ওই চরিত্রের প্রস্তাবই দেওয়া হয়নি। তাব্বু এমনকী এ-ও জানিয়ে দেন, এধরনের কোনও ছবি হচ্ছে বলেও তাঁর জানা নেই।


বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে ক্ষোভ উগড়ে দেন তাব্বু। তাঁর অভিযোগ, সস্তা প্রচারের জন্য এধরনের ভুয়ো খবর রটানো হচ্ছে। এর জন্য তিনি বিভিন্ন প্রোডাকশন হাউসকে দায়ী করেন। অভিনেত্রী বলেন, এই ঘটনা আগেও ঘটেছে। বিভিন্ন প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউস আমার অনুমতি ছাড়াই আমার নাম ব্যবহার করছে।


তাঁর আরও অভিযোগ, বহুক্ষেত্রে প্রযোজনা সংস্থা অভিনেতাদের ওপর পরোক্ষ চাপসৃষ্টি করতে এই কৌশল অবলম্বন করে থাকে। যাতে অভিনেতারা অচিরে নিজে থেকে সেই পাঠ পাওয়ার জন্য তদ্বির করেন।


প্রসঙ্গত, বাস্তব জীবনে উজমা আহমেদকে পাকিস্তান থেকে উদ্ধার করেছিলেন সুষমা। এরপরই ওই মহিলার জীবনকাহিনী অবলম্বনে একটি ছবি তৈরি করার ভাবনা শুরু করেন ধীরজ।