বিস্ফোরক তব্বু, আমি অজয় দেবগণের জন্যে সিঙ্গল থেকে গেলাম

Continues below advertisement
মুম্বই:  সুন্দরী এবং প্রতিভাবান তব্বু, যাঁর একের পর এক ছবিতে সাবলীল অভিনয় দর্শকমনে দীর্ঘ দাগ কেটেছে, সেই তব্বু কোনও দিন বিয়ে করলেন না কেন? অবশেষে সেই প্রশ্নের উত্তরে মুখ খুললেন তব্বু। অভিনেত্রীর বিস্ফোরক দাবি, তিনি কাজলের স্বামী অজয় দেবগণের জন্যে আজও সিঙ্গল রয়ে গেলেন। এই কথা তিনি কেন বললেন, সেকথা বোঝার জন্যে বেশ কিছু বছর পিছনে হাঁটতে হবে সকলকে। তব্বু এবং অজয়, যাঁরা অল্প কয়েকদিনের মধ্যে ‘গোলমাল এগেইন’-এর সৌজন্যে ফের একসঙ্গে কাজ করবেন, তাঁদের সম্পর্ক দীর্ঘ পঁচিশ বছরের। তব্বুর তুতো ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সেসময় থেকেই তাঁদের সম্পর্ক। তারপর তব্বু বলেন, তাঁর ভাই সমীর এবং অজয় সবসময় তাঁর ওপর নজরদারি করতেন। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন। এছাড়া বলতেন, কোনও ছেলে যদি তাঁর সঙ্গে কথা বলেন, তাহলে তাঁরা তাঁকে মারাত্মক পেটাবেন। আর সেইজন্যেই হয়তো তিনি সিঙ্গল থেকে গেলেন। তব্বু-অজয় দেবগণ একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। ‘বিজয়পথ’, ‘হকিকত’, ‘দৃশ্যম’, ‘ফিতুর’, ‘তক্ষক’-এর পর ফের তাঁদের ‘গোলমাল এগেইন’-এ একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে দেখা যাবে।
Continues below advertisement
Sponsored Links by Taboola