মুম্বই: তাদের প্রেমের সম্পর্ক থেকে শুরু করে নতুন সিনেমা, টিনসেল টাউনে এখন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijay Varma)-র নাম বারে বারে উঠে এসেছে শিরোনামে। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-এর ট্রেলার। আর সেই ছবি সংক্রান্ত সাক্ষাৎকার দিতে গিয়েই, প্রেমিক সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ তমন্না।
একটি সাক্ষাৎকারে তমন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'সবকিছু'। এরপর নায়িকা বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'
এদিন বিবাহ নিয়েও মুখ খোলেন তমন্না। তিনি বলেন, 'বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। যখন আপনি একজন মানুষকে পছন্দ করছেন, সেই সঙ্গে সঙ্গে, তাঁর পরিবারটাকেও পছন্দ করছেন, ভালবাসছেন। যে পরিবারে একটা মানুষ জন্মায়, বড় হয়, তার ওপর তার কোনও হাত থাকে না। কিন্তু যখন সে তার জীবনসঙ্গীকে পছন্দ করতে যায়.. সেটার ওপর তার অধিকার আছে। আর তাই, জীবনসঙ্গীকে পছন্দ করা আর পরিবারকে পছন্দ করা সমান।'
সম্পর্ককে তিনি কোন চোখে দেখেন, সেকথাও জানিয়েছেন তিনি। তমন্না বলেছেন, 'সম্পর্কের দিক থেকে আমি নিজেকে সঁপে দিতে ভালবাসি। যে কোনও সম্পর্কেই আমার কাছে বিশ্বাস ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যখন, যে সম্পর্কে থাকি, তখন একমাত্র সেই মানুষটাকেই প্রাধান্য দিই। তারপরে সেই সম্পর্কটা টিঁকলা বা টিঁকল না সেটা পরের বিষয়।'
সম্প্রতি অন্য একটি সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে তমন্না বলেছিলেন, 'হয়তো ওর মতো একটা মানুষকেই আমি খুঁজছিলাম। ওর মধ্যে ভীষণ নিজস্বতা রয়েছে আর সেটা মেকি নয়। বিজয় আমার কাছে এসেছিল কোনওরকম মুখোশ ছাড়া, আবরণ ছাড়া। আর হয়তো তাই, ওর সঙ্গে মেশার সময় আমিও কোনও আবরণ রাখিনি, খুব সহজভাবে মিশে গিয়েছি।'
আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি