(Source: ECI | ABP NEWS)
Vijay-Tamannaah: দুই প্রান্তে দুজন, বিচ্ছেদের পরে কীভাবে সময় কাটাচ্ছেন তমন্না-বিজয়?
Tamannaah Bhatia-Vijay Varma: ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছে, এখন সেটাই জানতে চান সবাই।

কলকাতা: তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে এখন সরগরম বলিউড। ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছে, এখন সেটাই জানতে চান সবাই। অনেকেই চান, প্রিয় জুটি আবার সমস্ত সমস্যা মিটিয়ে ফের কাছাকাছি আসুন। কিন্তু তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijay Varma) নিজের নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। একদিকে জয়পুরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালনা করতে ব্যস্ত বিজয়। অন্যদিকে তমন্না মুম্বইতে ব্যস্ত ফটোশ্যুট ও অন্যান্য ইভেন্ট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় দুজনেই শেয়ার করে নিয়েছেন একগুচ্ছ ছবি।
সোশ্যাল মিডিয়ায় বিজয় সাদা কালো পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। লিখেছেন, 'আজকের সন্ধ্যের জন্য সঞ্চালক।' অন্যদিকে তমন্না একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন কালো ও লাল পোশাকে। নারীদিবসটাও তিনি কাটিয়েছেন কাজে। সোশ্যাল মিডিয়ায় তমন্না ছবি শেয়ার করে লিখেছেন, 'মিষ্টি এবং ঝাল.. সবকিছু ঠিকঠাক আছে।' সোশ্যাল মিডিয়ায় তমন্নার শেয়ার করে নেওয়া ছবিতেও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
View this post on Instagram
সদ্যই তমন্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ভালবাসা ও সম্পর্ক সবাই গুলিয়ে ফেলেন। এটা আমি কেবল নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বলছি না। বন্ধুদের ক্ষেত্রেও এটা একই রকমভাবে প্রযোজ্য।' তমন্নার মতে, ভালবাসা শর্তহীন হয়। যখনই ভালবাসায় কোনও শর্ত আসে, তখনই ভালবাসা চলে যায়। তমন্নার কথায়, 'ভালবাসা সব সময়েই এক তরফ থেকেই হয়। দুটো মানুষ ভালবাসার সম্পর্কে জড়ায় এবং তার পরে পরস্পরের থেকে প্রত্যাশা শুরু করে। যে মুহূর্তে প্রত্যাশার প্রসঙ্গ চলে আসে, তখনই ভালবাসা শুধুই দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত হয়।'
View this post on Instagram
প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তমন্নার সঙ্গে মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।























