চেন্নাই: তামিল অভিনেত্রী বিজয়লক্ষ্মীর আত্মহত্যার চেষ্টা। সোস্য়াল মিডিয়ায় ভক্ত, অনুগামীদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন, গত কয়েক মাস ধরে লাগাতার তাঁকে সামাজিক গণমাধ্যমে টার্গেট করেছে নাম তামিঝার পার্টি নামে একটি রাজনৈতিক দলের লোকজন ও তার নেতা সিমান। তাঁর নামে কুত্সা করা হচ্ছে, মানসিক নির্যাতন, হেনস্থা চলছে। এজন্য চরম মানসিক চাপে পড়েই তিনি আত্মহত্যা করতে চেয়েছেন। নানা ব্যাপারে মতভেদের ফলে তাঁকে হেনস্থা করায় সিমন ও আরেক রাজনৈতিক নেতা হরি নাদারের গ্রেফতারি দাবি করেছেন তিনি।

আত্মহত্যার চেষ্টার আগেই ভিডিওটি পোস্ট করেন বিজয়লক্ষ্মী। তাতে লেখেন, এটাই আমার শেষ ভিডিও। গত চার মাস ধরে সিমন, তার দলের লোকজনের জন্য়ট তীব্র মানসিক অস্থিরতায় দিন কাটছে। মা, বোনের জন্যই বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করেছি। মিডিয়ায় আমায় অপদস্থ করেছে হরি নাদার। আমি অনেকগুলি বিপি ট্য়াবলেট খেয়েছি। আর কিছুক্ষণ বাদেই আমার রক্তচাপ কমে যাবে, মারা যাব। আমার যে ভক্তরা ভিডিওটা দেখছেন, তাঁদের বলতে চাই, স্রেফ কর্নাটকে জন্ম বলে সিমন আমায় অনেক যাতনা দিয়েছে। একজন মহিলা হিসাবে আমার সর্বশেষ শক্তি দিয়ে সহ্য করেছি। আর এই চাপ সহ্য় করতে পারছি না।

ঘটনাটি প্রকাশ্য়ে আসতেই বিজয়লক্ষ্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিত্সা চলছে।

তাঁর হেনস্থা করা হচ্ছে, বিজয়লক্ষ্মীর এমন অভিযোগ এই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে সিমন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও পালন না করে ঠকিয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। ভিডিওতে বিজয়লক্ষ্মী আরও বলেছেন, অনুগামীদের আবেদন করছি, সিমনকে ছাড়বেন না। ওর যেন এই মামলায় আগাম জামিন না হয়। আমার মৃত্যুতে সবার চোখ খুলে যাওয়া উচিত। কারও দাস হয়ে থাকতে চাই না।