Vijay cycles to vote: ভোট দিতে সাইকেলে সওয়ার হলেন সুপারস্টার অভিনেতা!

উৎসবের নাম নির্বাচন। ভোটকেন্দ্রে যেতে বাইসাইকেলে সওয়ার তামিল সুপারস্টার বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। 

Continues below advertisement

নয়াদিল্লি: উৎসবের নাম নির্বাচন। ভোটকেন্দ্রে যেতে বাইসাইকেলে সওয়ার তামিল সুপারস্টার থালাপাথি বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি। রাস্তা দিয়ে একেবারে সাদামাটা মানুষের মতই সাইকেল চালিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন তিনি। ভোট দিয়ে আঙুলে কালি লাগিয়ে শেয়ার  করলেন সেই ছবিও। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় বিজয়ের এই ছবিটি ভাইরাল হওয়ার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অনেকেই বলেন, পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই বিজয়ের এই অভিনব প্রতিবাদ। অনেকে আবার অভিনেতার সাইকেল চালানোর ভিডিও দেখে উচ্ছসিত। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি খোদ অভিনেতা। তবে জানানো হয়েছে, ভোটকেন্দ্রটি ছিল অভিনেতার বাড়ির একদম পাশেই। বাড়ির পিছনের রাস্তা সরু হওয়ার জন্যই সাইকেলে সওয়ার হয়েছিলেন অভিনেতা। 

নীলাংগরাই বুথে নিজের ভোট দেন অভিনেতা। ভোট দেওয়ার সময় সতর্ক ছিলেন করোনা বিধি নিয়েও। সবসময় তাঁর মুখে ছিল মাস্ক। হালকা সবুজ টি শার্ট ও ডেনিমে অভিনেতাকে দারুণ দেখাচ্ছিল। 

আজ, মঙ্গলবার গোটা দিন জুড়েই তামিলনাড়ুর ২৩৪ আসনে ভোটগ্রহণ পর্ব চলল। দক্ষিণের এই রাজ্যে এক দফাতেই সম্পন্ন হল বিধানসভা ভোট। এদিন ভোট পর্ব শুরু হতেই অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসানও দুই মেয়ে শ্রুতি ও আকাঙ্খাকে নিয়ে সকাল সকাল ভোট দেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তামিল সুপারস্টার রজনীকান্তও।

আজ তামিলনাড়ুর ২৩৪টি আসনে নির্বাচন সম্পন্ন হল। জয়ললিতা না থাকলেও এবারের ভোটেও 'আম্মার ' আদর্শ সামনে রেখেই ভোটপ্রচারে নেমেছিল এআইএডিএমকে দল। এবারের নির্বাচনে এআইএডিএমকে দল ১৯১টি আসন থেকে এবং জোট সঙ্গী বিজেপি লড়াই করছে ২০টি আসন থেকে। অন্যদিকে, ডিএমকে লড়ছে ১৮৮ টি আসন থেকে এবং জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৫টি আসন থেকে।  ১০৫টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন।

অন্যদিকে এদিন ভোটার তালিকায় শশীকলার নাম না থাকা নিয়েও তুঙ্গে ওঠে রাজনৈতিক বিতর্ক। পুরো ঘটনায় চরম ক্ষুব্ধ শশীকলার অনুগামীরা। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola