নয়াদিল্লি: তামিল তারকা থলপতি বিজয়ের (Tamil superstar Thalapathy Vijay) অনুরাগীদের জন্য। অবশেষে ইনস্টাগ্রামে (Instagram) প্রবেশ করলেন অভিনেতা। রবিবার বিকেলে ইনস্টাগ্রামে প্রথম অ্যাকাউন্ট খুললেন তিনি। পোস্ট করলেন প্রথম ছবি। আর প্রথম দিনেই রেকর্ড গড়লেন ফলোয়ার সংখ্যায় (Followers)। 


ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ থলপতি বিজয়ের


ইনস্টাগ্রামে পদার্পণ করলেন 'বারিসু' অভিনেতা। প্রথম ছবি নিজের হাসিমুখে। ছবির ক্যাপশনে লেখেন, 'হ্যালো ননবাস অ্যান্ড ননবিস' অর্থাৎ 'নমস্কার বন্ধুরা'। বিজয় আপাতত লোকেশ কনগরাজের 'লিও' (Leo) ছবির শ্যুটিং সারছেন। ইনস্টাগ্রামের প্রথম ছবিতে তাঁকে 'সল্ট অ্যান্ড পিপার' লুকে দেখা গেল। 


তবে এখানেই শেষ নয়। ইনস্টাগ্রামে এসেছেন মাত্র ২৪ ঘণ্টা হয়েছে। তাতেই রেকর্ড সংখ্যক ফলোয়ার পেলেন অভিনেতা। এবং অবশ্যই সেই সংখ্যা ক্রমবর্ধমান।


 






থলপতি বিজয়ের ফলোয়ার সংখ্যা ২৪ ঘণ্টা শেষে ৪.৮ মিলিয়ন এবং সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত অভিনেতা যদিও কোনও অ্যাকাউন্ট ফলো করেননি নিজে। রশ্মিকা মান্দান্না, কীর্তি সুরেশ প্রমুখরা প্রথম দিকেই তাঁকে ফলো করে ফেলেন। এরপর অবশ্যই, একাধিক তারকা, বিভিন্ন বিনোদন চ্যানেলের অফিসিয়াল হ্যান্ডল থেকে অনুরাগীরা তাঁকে ফলো করতে শুরু করেছেন। এমনকী ট্যুইটারে 'থলপতি অন ইনস্টাগ্রাম' (Thalapathy On Instagram) হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে দেয়। 


এতদিন ট্যুইটারের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে আলাপচারিতা সারতেন অভিনেতা। তবে আপাতত সেখানে খানিক বিরতি নিয়েছেন তিনি। ফলে ইনস্টাগ্রামে তাঁর আগমন থেকে ধরে নেওয়া যায় যে এবার তিনি নতুন ছবি বা সিনেমার প্রচার ইনস্টাগ্রামেই করবেন। থলপতি বিজয়ের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ৭.৮ মিলিয়ন ও ট্যুইটারে ৪.৪ মিলিয়ন। 


আরও পড়ুন: Gargee RoyChowdhury Exclusive: গার্গীর কণ্ঠে রবি ঠাকুরের গান, 'শেষ পাতা'-য় নতুন ভূমিকায় অভিনেত্রী


থলপতি বিজয়কে শেষ দেখা গিয়েছিল তামিল ব্লকবাস্টার 'বারিসু' ছবিতে, রশ্মিকা মান্দান্নার সঙ্গে। এরপর তাঁকে 'লিও' ছবিতে দেখা যাবে। ২০২১ সালে থলপতি বিজয় অভিনীত ও কনগরাজ পরিচালিত ছবি 'মাস্টার' ব্লকবাস্টার হিট হয়। এরপর তাঁরা একসঙ্গে 'লিও' তৈরি করছেন। ছবিতে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকেও দেখা যাবে। এর আগে বিজয়ের সঙ্গে তিনি 'ঘিল্লি', 'কুরুভি', 'তিরুপাচি', 'আথি' ছবিতে কাজ করেছেন। 'লিও'তে রয়েছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, স্যান্ডি, গৌতম বাসুদেব মেনন, অর্জুন, মালয়লি অভিনেতা ম্যাথিউ থমাস। 'লিও' গ্যাংস্টারের গল্প বলবে, জানান পরিচালক। তবে যে সিনেমার ইউনিভার্স তিনি তৈরি করছেন তাঁর অংশ নয় এই ছবি, সেটাও জানান।