Gargee RoyChowdhury Exclusive: গার্গীর কণ্ঠে রবি ঠাকুরের গান, 'শেষ পাতা'-য় নতুন ভূমিকায় অভিনেত্রী

Actress Gargee RoyChowdhury Exclusive: 'আমি রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে অনুভব করি, সেভাবেই গেয়েছি। হয়তো আরও অল্পবয়সে গাইলে এই গানটাই অন্যরকমভাবে গাইতাম। অভিজ্ঞতা যেন আরও পরিণত করেছে গানটাকে'

Continues below advertisement

কলকাতা: সঙ্গীতে প্রথাগত শিক্ষা নেই তাঁর। তবে অভিনয়ের মতোই রবীন্দ্রসঙ্গীত তাঁর ভালবাসা। মনখারাপ, ভাললাগা, আনন্দ, দুঃখ, সবই যেন তাঁর ফুটিয়ে তোলার মাধ্যম অভিনয়, গানও। তবে বড়পর্দায় প্লেব্যাকের পরিকল্পনা সত্যিই ছিল না তাঁর। টেলিফিল্মে তাঁর গলা এর আগেই শুনেছেন, ডুবেছেন দর্শক। এবার পালা বড়পর্দায়। অতনু ঘোষ (Atanu Ghosh) পরিচালিত ছবি 'শেষ পাতা'-র নতুন গান 'আমার জ্বলেনি আলো' দর্শকেরা শুনলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর (Gargee Roychowdhury)-র গলায়।

Continues below advertisement

গানের প্রশ্ন করতেই অভিনেত্রীর গলায় উচ্ছ্বাস। বললেন, 'আমি চিরকাল পড়তে ভীষণ ভালবাসি। একটা সময় কবিতার মতো গীতবিতান পড়তাম রোজ। আনন্দে, দুঃখে যেন মানসিক আশ্রয় পেতাম রবীন্দ্রসঙ্গীতে। অতনুদা আমায় চিত্রনাট্যটা দিয়েই জানিয়েছিলেন, এই ছবির দুটো গান আমায় গাইতে হবে। দুইই রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে একটা গান মুক্তি পেয়েছে। আমি রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে অনুভব করি, সেভাবেই গেয়েছি। হয়তো আরও অল্পবয়সে গাইলে এই গানটাই অন্যরকমভাবে গাইতাম। অভিজ্ঞতা যেন আরও পরিণত করেছে গানটাকে।'

পর্দাতেও এই গানটি গাইতে দেখা যাবে গার্গীকেই। অভিনেত্রী বলছেন, 'এই গানটা যখন পর্দায় আমি করছি, তখন একটা ভীষণ অস্থির পরিস্থিতি। আমার আর প্রসেনজিৎদার (Prosenjit Chatterjee)-র মন ভীষণ অস্থির তখন। সেসময়ে হঠাৎ ওঁর অনুরোধে একটা গান ধরব আমি। অথচ, গানটার মধ্যে একটা কী অদ্ভুত শান্তি আছে। আর ছবির ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ এই গানটা।'

'শেষ পাতা' সবচেয়ে বড় কী চ্যালেঞ্জ নিয়ে এসেছিল অভিনেত্রী গার্গীর কাছে? একটু হেসে তিনি বললেন, 'অতনুদার সঙ্গে কাজ। এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন, সবাই জানেন উনি ভীষণ খুঁতখুঁতে। আমিও। সহজে ভাল বলেন না অতনুদা। তাই ওঁর মুখ থেকে ভাল শোনার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করতাম। ছবিটা সম্পূর্ণ হওয়ার পরে দেখলাম, অভিনয় থেকে শুরু করে গান, সব কিছুতেই উনি সেরাটা আমার মধ্যে থেকে বের করে আনলেন। একজন শিল্পীর কাছে এর চেয়ে ভাল আর কিছু হতেই পারে না।'

দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত গার্গী, কাজ করেছেন একাধিক মাধ্যমে। এখন কোনও চরিত্র নিয়ে নিজেকে এখনও চ্যালেঞ্জে ফেলতে ইচ্ছা করে? গার্গী বলছেন, 'আমি বছরে ৪টে ছবি করব না। সবসময় চেষ্টা করি আমার একটা চরিত্রের থেকে অপর চরিত্র যেন সম্পূর্ণ আলাদা হয়। প্রত্যেক মুহূর্তে নিজেকে ভাঙার চেষ্টা করি। ওটিটিতে মনোমত অফার পেলে অবশ্যই কাজ করব।'

আরও পড়ুন: Dev on Projapoti: ১০১ দিনেও হাউজফুল 'প্রজাপতি', প্রেক্ষাগৃহে হাজির হয়ে কেক কাটলেন দেব

Continues below advertisement
Sponsored Links by Taboola