কলকাতা: বিমানবন্দরে সপ্তাহের মধ্যের যথারীতি ব্যস্ত এক সকাল। নির্দিষ্ট পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন বিমান সেবিকারা। হঠাৎ বেজে উঠল পরিচিত সুর। জিনিসপত্র ছেড়ে সারি বেঁধে দাঁড়িয়ে পড়লেন বিমান সেবিকারা (Air Hostess)। তারপর গানের তালে পা মেলালেন সবাই.. 'ইনি বিনি টাপা টিনি...' (Tapa Tini)
আর মাত্র ২টো দিন বাকি। তারপরেই মুক্তি পাচ্ছে 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির একাধিক গান। তার মধ্যে সবচেয়ে বেশি যে গানটি জনপ্রিয় হয়েছে সেটি হল এই 'টাপা টিনি'। বীরভূমের মেঠো গন্ধ মাখা এই গানে মজেছে শহর কলকাতা। আর আজ একটি বেসরকারি বিমান সংস্থার উদ্যোগে কলকাতা বিমানবন্দরে (Airport) জমাটি এই গানের তালে পা মেলালেন বিমান সেবিকারা। এই প্রথম কলকাতা বিমানবন্দরে কোনও ফ্ল্যাশমব হল। এর আগে ফ্ল্য়াশমব রেলওয়ে স্টেশনে হয়েছিল বটে, কিন্তু বিমানবন্দরে এই উদ্যোগ একেবারেই প্রথম। আর তাই বিমানবন্দরের যাত্রীরাও বেশ অবাক হয়েই ভিড় জমিয়েছিলেন।
তবে চমক বাকি ছিল। বিমান সেবিকাদের নাচ দেখতে যখন ভিড় জমিয়েছেন এয়ারপোর্টের যাত্রীরা, সেখানে হাজির হলেন মনামী ঘোষ (Monami Ghosh) তারপরে নীল পাশ্চাত্য পোশাক আর হাই হিলেই গোটা গানে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন বিমান সেবিকারাও। নাচের শেষে সবাইকে ধন্যবাদ জানান মনামী।
এই গান যে মুক্তির পরেই দর্শকদের মন ছোঁবে, তা যেন শ্যুটিংয়ের সময়েই বুঝতে পেরেছিলেন শিবপ্রসাদ। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, ', 'সোনাঝুরি বনের ভিতরে টাপা টিনি-র শ্যুটিংয়ের দিনটা এখনও মনে আছে। আমরা বলেছিলাম, কোনও স্টেপ থাকবে না নাচের। শ্যুটিংয়ের দিন দেখছি গোটা ইউনিট কার্যত নাচছে। যে যার সঙ্গে খুশি.. কোনও নিয়ম নেই। যা মনে আসছে সেভাবেই নাচ করছে সবাই। সেই সময়েই মনে হয়েছিল, এই গানটার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে যাতে চুপ করে বসে থাকা যায় না। আর এখন সেই 'টাপা টিনি'-র তালে তো গোটা বাংলা নাচ করছে।'