ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। জুন মাসের ইলেকট্রিক বিলের একটি ছবি তিনি ট্যুইট করেন। সঙ্গে তার আগের দুই মাসের, অর্থাৎ এপ্রিল ও মে মাসের বিলের ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা গিয়েছে, এপ্রিল মাসে তাপসীর ইলেকট্রিক বিলে বকেয়া টাকার অঙ্কটা ছিল ৪,৩৬০ টাকা। মে মাসের বিলে অঙ্কটা ৩,৮৫০ টাকা। অথচ জুন মাসের বিলে সেই অঙ্কটা ৩৬ হাজার টাকা! ট্যুইটারে তাপসী লিখেছেন, ‘তিন মাস লকডাউন চলেছে আর আমি ভেবে অবাক হচ্ছি এর মধ্যে কী এমন বৈদ্যুতিন সামগ্রী কিনলাম যে এরকম উন্মাদের মতো ইলেকট্রিক বিল এল? কী ধরনের বিদ্যুতের জন্য এই বিল?’
অভিনেতা বীর দাসও ট্যুইটারে মাত্রাতিরিক্ত ইলেকট্রিক বিল আসা নিয়ে অভিযোগ করেছেন। লিখেছেন, ‘মুম্বইয়ে আর কারও কি স্বাভাবিক ইলেকট্রিক বিলের তিনগুণ অঙ্ক এসেছে?’