মুম্বই: বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার (Tara Sutaria) সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে রণবীর কপূরের ভাই আদর জৈনের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর সম্পর্ক ভাঙল তাঁদের। যদিও দুই তারকা প্রকাশ্য়ে এই প্রসঙ্গে কোনও মতামত দেননি এখনও। তবে, সম্প্রতি প্রকাশ্যে তারা সুতারিয়াকে আদর জৈনের সঙ্গে সম্পর্কে ভাঙার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে এ কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী?
প্রেমের কথা জিজ্ঞাসা করলেই তারার প্রতিক্রিয়া নজর কাড়ল-
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। মুম্বই বিমানবন্দরে দেখ যায় তারাকে। কোনও কারণবশত তিনি দিল্লি যাত্রা করছিলেন। পাপারাৎজ্জিদের দিকে তাকিয়ে হাত নেড়ে এবং হাসি মুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। সেখাবেই তাঁকে প্রশ্ন করা হয় যে, 'তারা জি আপনার নামে যে আর্টিকল পড়লাম, তা কি সত্যি আপনাদের কি বিচ্ছেদ হয়েছে?' এই প্রশ্ন তারা কার্যত এড়িয়ে যান। ফলে বোঝা যাচ্ছে না, সত্য়িই সম্পর্ক ভেঙেছে কিনা।