মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতিতে গত দুটো বছর ছবি ছবির ব্যবসায় বিপুল পরিমাণ প্রভাব পড়েছে। বহু ছবি ক্ষতির মুখ দেখেছে অতিমারির কারণে। লকডাউন এবং সিনেমাহল বন্ধ থাকার কারণে বহু ছবির মুক্তিও আটকে ছিল। গত বছর দীপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'। মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও এই ছবিতে অন্য দুই ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন এবং রণবীর সিংহকে। করোনা সংক্রমণের চিন্তার মাঝে বক্স অফিসে বিপুল সাফল্য পায় এই ছবি। একইরকমভাবে বছরের শেষের দিকে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি'। মুখ্য চরিত্রে অভিনয় করেন রণবীর সিংহ। মুক্তি পাওয়ার পর ছবির ব্যবসা ভালো দিকে এগোলেও পরবর্তীকালে সংক্রমণ বৃদ্ধির কারণে প্রভাব পড়ে বক্স অফিস কালেকশনে।


আরও পড়ুন - Sreelekha Mitra: পদ্মশ্রী ফিরিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ ভিডিও শ্রীলেখা মিত্রর


দেশের মাটিতে 'সূর্যবংশী' (Sooryavanshi) এবং 'এইট্টি থ্রি' (83) দুটি ছবির বক্স অফিস কালেকশন দুরকমের হলেও প্রায় একইরকম বক্স অফিস কালেকশন অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়ায়। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবির অস্ট্রেলিয়ার বক্স অফিস কালেকশন জানালেন। এদিন দুই ছবির পোস্টার শেয়ার করে তরণ আদর্শ লেখেন, 'সারা বিশ্বজুড়ে অতিমারির তাণ্ডব চলছে। তারইমধ্যে দুটি ভারতীয় ছবি 'সূর্যবংশী' এবং 'এইট্টি থ্রি' অস্ট্রেলিয়ায় বক্স অফিস কালেকশন অব্যাহত রেখেছে। 'সূর্যবংশী' অস্ট্রেলিয়ায় ব্যবসা করেছে ৮.০৩ কোটি টাকার। আবার 'এইট্টি থ্রি' অস্ট্রেলিয়ায় ব্যবসা করেছে ৭.৩৯ কোটি টাকার। নজর রয়েছে ২০২২-এর ছবিগুলির দিকে।'<





>


 


প্রসঙ্গত, অক্ষয় কুমারকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সারা আলি খান এবং দক্ষিণী তারকা ধনুশ। ক্যামিও চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। অভিনেতার হাতে রয়েছে একাধিক ছবি। 'পৃথ্বিরাজ', 'রাম সেতু' এবং আরও একাধিক ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে রণবীর সিংহকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এইট্টি থ্রি' ছবিতে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং আরও বেশ কিছু ছবিতে।