কলকাতা: বাঙালি দর্শকদের জন্য সুখবর। এবার বড়পর্দায় (Big Screen) আসছেন 'তারানাথ তান্ত্রিক' (Taranath Tantrik)। নতুন পরিচালকের হাত ধরে, নতুন একদল অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। কে ছবির পরিচালনায়? কাদেরই বা দেখা যাবে অভিনয় করতে? কবে থেকে শ্যুটিং শুরু? কবে মুক্তি পাবে ছবি? রইল সব তথ্য। 


বড়পর্দায় তারানাথ তান্ত্রিক


নবাগত পরিচালক সুরঞ্জন দাসের (Suranjan Das) পরিচালনায় বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক'। পরিচালকের এটিই প্রথম সিনেমা। আর প্রথম ছবিতেই একগুচ্ছ নবাগত অভিনেতা ও অভিনেত্রী নিয়ে শুরু করছেন কাজ। তবে প্রযোজক অপূর্ব জোশেফ (Apurba Joseph) জানান এই ছবিতে চেনা মুখও থাকবে। কিন্তু কারা থাকবেন, সেই নাম এখনও ঠিক হয়নি। 


কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় হবে ছবির শ্যুটিং। পরিচালক সুরঞ্জন দাস বলেন, 'তারানাথ তান্ত্রিক, যিনি তাঁর জীবনের প্রায় সিংহভাগ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে কাটিয়েছেন। তাঁর জীবনে প্রেতাত্মা ও পূর্ণাত্মার গল্প নিয়ে এই সিনেমা।'


প্রযোজক অপূর্ব জোশেফের কথায়, 'আমি ছোটদের ছবি করতে ভীষণ পছন্দ করি। আমার 'তারানাথ তান্ত্রিক' একেবারে কিশোরদের জন্য বানানো। বিশেষ করে তাদের জন্য যারা আমার মতই একদম বড় হয়নি, আর এখনও ছুটির দিনে দুপুরবেলা ভাত খাওয়ার পর হালকা চাদরে পা ঢেকে গ্রাম বাংলার অলৌকিক লোককথা পড়তে ভালবাসেন।' ছবিটি মুক্তি পাবে 'মেরে সাই প্রোডাকশন'-এর ব্যানারে।




প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। আলো আঁধারিতে স্কেচ করে তারানাথ তান্ত্রিকের ছবি। নামের নিচে লেখা, 'ভয় পাবেন না'। প্রকাশ্যে এসেছে ছবির শ্যুটিং চলাকালীন কিছু ছবিও।




আরও পড়ুন: Shah Rukh Khan: আরিয়ানের মাদক মামলার ঝড়-ঝাপটা কীভাবে কাটিয়ে উঠলেন? জানালেন শাহরুখ খান


বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি 'তারানাথ তান্ত্রিক'। বছরের পর বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই কাল্পনিক চরিত্র ছোটদের সঙ্গে সঙ্গে মন জয় করেছে বড়দেরও। এর আগে 'তারানাথ তান্ত্রিক'-এর গল্প ধারাবাহিক বা সিরিজে দেখা গেছে। এবার বড়পর্দায় আসছে সেই গল্প। নতুন পরিচালক ও নতুন অভিনেতা, অভিনেত্রীরা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারেন সেটাই দেখার।


আরও পড়ুন: Alia Bhatt and Ranbir Kapoor Baby: আবেগঘন পোস্টে 'মায়াবী কন্যা'র আগমনের খবর নিজেই জানালেন আলিয়া ভট্ট