কলকাতা: পুজোর শহরে তোলপাড়। হাড়হিম করা ঘটনা। নিজের চাকরি ফেরত পেতে স্কুল ফেরত খুদেকে কিডন্যাপ এক জমাদারের? বড়লোকদের সঙ্গে 'পাঙ্গা' নিয়ে কোন বিপদ ডেকে আনবে ইকলাখ? ধনী গোষ্ঠীর থেকে 'পোকামাকড়' সুলভ আচরণ পেয়ে চরম পথ বাছল সে? কী হবে এর ভবিষ্যৎ? প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'টেক্কা' ছবির ট্রেলার ('Tekka' Trailer Out)। মুখ্য চরিত্রে দেব (Dev), স্বস্তিকা (Swastika Mukherjee), রুক্মিণী (Rukmini Maitra)।

  


'কখন, কীভাবে বিস্ফোরণ ঘটবে... এবং তা কে ঘটাবে...'                   


পুজোয় এবার সৃজিতের 'টেক্কা'। দেবের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র ও শিশুশিল্পী আমেয়া। ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয়, 'কখন, কীভাবে বিস্ফোরণ ঘটবে.. এবং তা কে ঘটাবে... তা জানতে রাষ্ট্রযন্ত্রের এখনও বাকি আছে!' অ্যাকশন ও থ্রিলারে ভরপুর ট্রেলার যার শুরুতেই 'সাবধানবাণী' দেওয়া হয়েছে, প্রচুর খারাপ ভাষার ব্যবহার রয়েছে। ঠিক তাই! ট্রেলারজুড়ে অজস্র গালাগালি, কুকথা। যার বেশিরভাগই দেবের মুখে। সিস্টেমের ওপর ক্ষোভ, অতর্কিতে চাকরি চলে যাওয়ার হতাশা, শোষিত হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া শ্রেণির একজন এই ইকলাখ। 


যে খুদেকে কিডন্যাপ করেছে ইকলাখ তার মা যে কোনও পরিমাণ টাকার অঙ্ক গুনতে রাজি। কিন্তু ইকলাখের যে একটাই দাবি, তার হারানো চাকরি ফেরত চাই। 'আশ্বিণের শারদ প্রাতে' এবার ইকলাখের ছেলে যে ইরার কবলে। এবার? তাহলে কি সেই কোথাও গিয়ে বড়লোক, গরিব মিলেমিশে এক হয়ে গেল? কঠিন পরিস্থিতিতে, অসহায় অবস্থায় মানুষ মাত্রেই কি তবে চূড়ান্ত পদক্ষেপ নেয়? তাহলে সমাজে এত বিভেদ কেন? এবার পুজোয় 'বন্দুক থাকবে হাতে', যখন তখন হবে 'বিস্ফোরণ'!


 



আরও পড়ুন: Stree 2: বক্স অফিসে ঝড়ের পর এবার ওটিটি দুনিয়ায় 'স্ত্রী ২', কীভাবে কোথায় দেখা যাবে ?


ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। সেই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, পরান বন্দ্যোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, সৃজা দত্ত প্রমুখকে। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'টেক্কা'। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।