কলকাতা: কনটেন্ট বড় বিষম বস্তু... অন্তত তেলঙ্গানার ইউটিউবারের কান্ড শুনলে সেই কথাই মাথায় আসে। তেলঙ্গানার বন দফতরের এক অফিসার তেলঙ্গানার ওই ইউটিউবারকে আটক করেছেন ময়ূর মেরে তাঁর মাংস রান্না করার ভিডিও আপলোড করার অপরাধে। সিরসিল্লার বাসিন্দা কোডাম প্রণয় কুমার নামে ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ময়ূরের মাংস রান্না করার একটি ভিডিও তৈরি করেছেন। শুধু রান্না নয়, সমাজমাধ্যমে ময়ূরের মাংস খাওয়ার একটি ভিডিও পর্যন্ত শেয়ার করে নিয়েছেন তিনি। বন্য প্রাণী হত্যা নিষিদ্ধ হওয়ার পরেও এই ময়ূরের মাংস খাওয়ার ভিডিও করা ব্যক্তিকে আটক করেছে বন দফতর। জাতীয় পাখির মাংস রান্না করে খাওয়ার এই ভিডিও দেখে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। 


রাঞ্জনার সিরসিল্লার বাসিন্দা এই কোডাম প্রণয় কুমার। তিনি 'শ্রী টিভি' বলে একটি ইউটিউব চ্যানেল চালান। এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্ল্যাক লিস্টেড বা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওই চ্যানেলটি ভবিষ্যতেও আর চালাতে পারবেন না কোডাম প্রণয় কুমার। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সুরক্ষিত জায়গায় গিয়ে একটি ময়ূর ধরেন ও সেটিকে মেরে ফেলেন। এরপরে ওই ময়ূরের মাংস রান্না করার ভিডিও তৈরি করেন। রান্না করে খাওয়ার ভিডিও পর্যন্ত তিনি শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমে।


এই ভিডিও দেখা পরেই পশুপ্রেমী সংস্থা অভিযোগ করে ওই ব্যক্তিকে গ্রেফতার করার দাবি জানায়। অভিযোগ ছিল, ওই ব্যক্তি ময়ূর খুন করেছেন শুধু নয়, তার প্রচার পর্যন্ত করেছেন। অভিযোগ পেয়ে রবিবার বনদফতরের কর্মীরা ওই অভিযুক্ত ইউটিউবারের বাড়িতে রেড করেন। ওই ব্যক্তির বাড়িতেই পাওয়া গিয়েছে ময়ূরের রান্না করা মাংস। ওই মাংস সিজ় করা হয়েছে এবং তার কিছুটা নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। যে মাংস ওই ব্যক্তি রান্না করেছেন সত্যিই তা ময়ূরের কি না তা পরীক্ষা করে দেখা হবে।


Wildlife Protection Amendment Act, 2022 অনুযায়ী এই ব্যক্তির নামে একটি মামলা করা হয়েছে বলে সূত্রের খবর। 


আরও পড়ুন: RG Kar Doctor Death: 'মেয়েরা রাত দখল করো', আরজি কর কাণ্ডের প্রতিবাদে, স্বাধীনতা দিবসের আগে জমায়েতের ডাক কলকাতা জুড়ে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।