নয়াদিল্লি: ফের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। মৃত্যু হল তেলুগু নৃত্যশিল্পী (Telugu) চৈতন্যর (Choreographer Chaitanya)। বলা হচ্ছে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা (allegedly died by suicide)। ৩০ এপ্রিল তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর সূত্রের। তেলুগু ডান্স শো 'ধী'র (Dhee) মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি। 


প্রয়াত তেলুগু কোরিওগ্রাফার চৈতন্য


তেলুগু ডান্স শো 'ধী'-তে অংশ নিয়েছিলেন কোরিওগ্রাফার চৈতন্য। এর মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। শোনা যাচ্ছে ৩০ এপ্রিল আত্মহত্যার ঘটনা ঘটে। সেই সঙ্গে একটি আবেগঘন ভিডিও বার্তাও প্রকাশ্যে এসেছে তাঁর। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেলোরে গলায় দড়ি দিয়েছেন তিনি। 


একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ঋণের বোঝায় জর্জরিত হয়ে উঠেছিলেন তিনি। লোন নিয়েছিলেন, কিন্তু তা শোধ করতে পারছিলেন না তিনি। আর্থিক চাপ সহ্য করতে না পেরেই এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, খবর সূত্রের। 


তাঁর ভিডিও বার্তা এক অনুরাগী ট্যুইটারে শেয়াক করেন। সেখানে চৈতন্যকে বলতে শোনা যাচ্ছে, 'আমার মা, বাবা এবং বোন আমার খুব ভাল যত্ন নিয়েছিলেন, এবং নিশ্চিত করেছিলেন যাতে আমাকে কোনও সমস্যার মুখোমুখি না হতে হয়। আমার প্রত্যেক বন্ধুর কাছে আমি ক্ষমা চাইছি। আমি অনেককে অনেক ঝামেলায় ফেলেছি এবং প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী।' ওই ভিডিওতেই তাঁকে আরও বলতে শোনা যায়, 'আমি আর্থিক কারণে আমার ভাল সবকিছু হারিয়ে ফেলেছি। শুধু ধার নিলেই হয় না, সেগুলো শোধ করার ক্ষমতাও থাকতে হয়। কিন্তু আমি তা করতে পারিনি। এখন, আমি নেলোরে রয়েছে, এবং আজ আমার শেষ দিন। আমার লোন নেওয়া সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা আর করতে পারছি না।'


 






এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নামে সোশ্যাল মিডিয়াতেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। ডান্স রিয়েলিটি শো 'ধী'র অন্যতম মুখ্য নাম চৈতন্য। মাত্র ৩০ বছর বয়স হয়েছিল তাঁর। এই আকস্মিক খবর এখনও অনেক অনুরাগীই মেনে নিতে পারছেন না। 


 









আরও পড়ুন: Aryan Khan: অভিনেতা নয়, শাখরুখ-পুত্র বলিউডে পা রাখছেন অন্য ভূমিকায়






আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস