প্রকাশ্যে এল জনপ্রিয় নায়িকা ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ছবির টিজার। আগেই জানা গিয়েছিল জয়ললিতার ভূমিকায় দেখা যাবে বলিউডের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে। জয়ললিতায় ভূমিকায় কেমন লাগবে প্রিয় নায়িকাকে তা দেখতে উৎসুক ছিলেন অনুরাগীরা। বহু প্রতীক্ষিত সেই লুক সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
অনুরাগীদের মধ্যে কঙ্গনার লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বলেন, জয়ললিতার সিগনেচার স্টাইলে দারুণ মানিয়েছে কঙ্গনাকে। তাঁর মেক আপ হয়েছে এক্কেবারে পারফেক্ট। অনেকে আবার বলছেন, অভিনয় ভালো করলেও মোটেই জয়ললিতার মতো দেখাচ্ছে না তাঁকে। তবে একথা স্বীকার করতেই হয়, জয়ললিতার বেশে একেবারেই চেনা যাচ্ছে না তন্বী নায়িকাকে।
এ এল বিজয়েয় পরিচালনায় ২০২০ সালের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘থালাইভি’। ছবিতে তুলে ধরা হয়েছে নায়িকা জয়ললিতা থেকে ‘আম্মা’ হওয়ার জানা অজানা বর্ণময় গল্প। ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন খোদ পরিচালক সহ তামাম দর্শককুল। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘থালাইভি’। নেট দুনিয়া দেখেছে কঙ্গনার ‘আম্মা’ লুক, এবার অনুরাগীদের অপেক্ষা তাঁর অভিনয় দেখার।