মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের নতুন ছবি 'থালাইভি' (Thalaivii)। ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং একসময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কিন্তু জানেন কি, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) নন, বরং নিজের চরিত্রে অভিনয় করার জন্য বলিউডের অন্য আর অভিনেত্রীকে পছন্দ ছিল জয়ললিতার?


কঙ্গনা রানাউতের 'থালাইভি'-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। প্রয়াত জয়ললিতার বায়োপিক দেখার পর ছবি কেমন লাগল তা জানিয়ে টুইট করেন তিনি। আর সেখানেই জানিয়েছেন জয়ললিতার মনের কথা। তাঁর বায়োপিক হলে তিনি কোন অভিনেত্রী নিজের চরিত্রে অভিনয় করার কথা ভেবেছিলেন, সে কথাই জানিয়েছেন তিনি। 


আরও পড়ুন - Raveena Tandon​: 'অজয় দেবগন-সুনীল শেট্টিকে দেখলেই হাসি পায়', কেন এমন বললেন রবিনা ট্যান্ডন?


'থালাইভি' দেখে সিমি টুইটে লেখেন, 'আমি কঙ্গনা রানাউতের বিতর্কিত কোনও মন্তব্যকে সমর্থন করি না। কিন্তু ওর অভিনয় প্রতিভাকে সম্পূর্ণ সমর্থন করি। এই ছবিতে কঙ্গনা তাঁর মন এবং প্রাণ উজাড় করে দিয়েছেন। কিন্তু জয়া জী তাঁর চরিত্রে অভিনয় করার জন্য ঐশ্বর্য রাইয়ের কথা ভেবেছিলেন। তিনি বলেওছিলেন যে, যদি কখনও তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হয়, তাহলে সেখানে তিনি নিজের চরিত্রে ঐশ্বর্য রাইকে অভিনয় করতে দেখতে চান। তবে, আমার মনে হয়, আজ জয়া জী যদি বেঁচে থাকতেন, তাহলে কঙ্গনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যেতেন। আর এমজিআর-এর ভূমিকায় অরবিন্দ স্বামীকে দেখে।' তাঁর কথায়, পর্দায় জয়ললিতার এবং এমজিআরের রসায়নকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন কঙ্গনা এবং অরবিন্দ।



নিজের টুইটেরই একটি কমেন্টের উত্তরে সিমি লেখেন, 'ভুলে যান ও অরবিন্দ। ওকে দেখে এমজিআর ভাবতেই বিশ্বাস হবে।' প্রসঙ্গত, 'থালাইভি' ছবিতে কঙ্গনা রানাউত ছাড়াও মধু, প্রকাশ রাজ, যীশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রী খুবই গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন।


আরও পড়ুন - পরিবারে নতুন অতিথি, নেটমাধ্যমে সদ্যজাতের ছবি ভাগ করে নিলেন শ্রাবন্তী