নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রয়াত অভিনেতা রাজনীতিক বিজয়কান্তকে (Vijaykanth) শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের (Chennai) আইল্যান্ড গ্রাউন্ডে (Island Ground) পৌঁছন দক্ষিণের তারকা অভিনেতা থলপতি বিজয় (Thalapathy Vijay)। সেখানে অনুরাগীদের ভিড়ে হঠাৎই অভিনেতার দিকে জুতো উড়ে আসার একটি ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। শ্রদ্ধা জানাতে এসে 'জুতো' জুটল বিজয়ের কপালে?


ঠিক কী ঘটেছে?


সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণের তারকা অভিনেতা ও রাজনীতিক বিজয়কান্ত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। একাধিক তারকা সমাগমও হয়। পৌঁছেছিলেন অভিনেতা থলপতি বিজয়ও। তাঁকে দেখে ঘিরে ধরেন অনুরাগীরা। ভিড়ের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছিলেন এমন সময় তাঁর দিকে উড়ে আসে একটি জুতো, গায়ে এসে লাগে তাঁর। ঘটনায় দৃশ্যতই বিরক্ত অভিনেতা। 


ভিড়ের মধ্যে থেকে জুতো এসে গায়ে লাগতেই কী করলেন অভিনেতা? এই কীর্তির পরও পিছনে ফিরে তাকাননি বিজয় এবং তাঁর পাশে হাঁটতে থাকা অপর এক ব্যক্তি জুতোটি পুনরায় যেদিক থেকে এসেছিল সেদিকে ছুড়ে দেন। কেন বিজয়কে লক্ষ্য করে জুতো ছোড়া হল তা এখনও জানা যায়নি। 


 






ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেন বিজয়ের অনুরাগীরা। তাঁর ফ্যানক্লাবের এক প্রতিনিধি এই ভিডিও শেয়ার করে লেখেন, 'আমরা অজিতের অনুরাগীরা প্রবলভাবে বিজয়ের প্রতি এই অসম্মানমূলক আচরণের প্রতিবাদ জানাই। যেই হোক না কেন, আমাদের উচিত তাঁরা আমাদের স্থানে এলে তাঁদের সম্মান করা। অভিনেতা থলপতি বিজয়ের দিকে জুতো ছোড়া কোনও মতেই মেনে নেওয়া যায় না।'


 






আরও পড়ুন: Rajkumar Hirani on 'Munna Bhai': 'ইচ্ছে তো আছে, কিন্তু...', 'মুন্নাভাই ৩' কবে আসছে? মুখ খুললেন রাজকুমার হিরানি


বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন বিজয়কান্তের। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। করোনা আক্রান্তও হয়েছিলেন অভিনেতা এবং ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন রজনীকান্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।