PM Modi Ayodhya Visit : ফুলে ফুলে সেজেছে পথ, মোদির উপর পুষ্পবৃষ্টি করতে তৈরি মঞ্চ, নয়নাভিরাম সাজে অযোধ্যা

PM Modi Ayodhya Rally : রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। সেজে উঠছে দশরথের মহল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরীকে। 

Continues below advertisement

অযোধ্যা : ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের আজ উদ্বোধন করবেন। 

অযোধ্যায় শনিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সকাল পৌনে ১১টায় প্রথমে রোড শো। আর তা ঘিরে বিরাট আয়োজন রামজন্মভূমিতে।  প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেজে উঠেছে অযোধ্যা। চলছে মন্ত্রোচ্চারণ। ফুলে ফুলে সেজেছে পথ। মোদির উপর পুষ্পবৃষ্টি করতে রাস্তার পাশে তৈরি হয়েছে মঞ্চ।  রেল স্টেশন, এয়ারপোর্ট, হনুমানগড়ি-সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। সেজে উঠছে দশরথের মহল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা নগরীকে। 

সব ঠিকঠাক চললে বেলা সোয়া ১১টায় অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১১টায় অমৃত ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের সূচনা করবেন।  বেলা সোয়া ১২টায় মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১টায় জনসভায় প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।  দুপুর ২টো ৪০-এ দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেবে প্রথম বিমান। সেই বিমান বিকেল ৪টেয় অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে অবতরণ করবে। 

Continues below advertisement

জানা গিয়েছে, অযোধ্যা সফরে মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই  করবেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। তার মধ্যে একটি পাবে বাংলাও। অযোধ্যায় ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি অমৃত ভারত পেয়েছে বাংলা। মালদা থেকে ব্য়াঙ্গালোর। ৪৩ ঘণ্টায় মালদা টাউন স্টেশন থেকে ব্য়াঙ্গালোরে পৌঁছবে ট্রেনটি। ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আপাতত সপ্তাহে একদিন শনিবার চলবে মালদা-অমৃত ভারত এক্সপ্রেস।  

পাশপাশি, সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।

আরও পড়ুন :

পরনে হিজাব, সঙ্গী গেরুয়া ধ্বজ, মুম্বই থেকে অযোধ্যা পায়ে হেঁটে চলেছেন মুসলিম তরুণী  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

Continues below advertisement
Sponsored Links by Taboola