নয়াদিল্লি: এবার একসঙ্গে পর্দায় দেখতে পাওয়া যাবে অজয় দেবগণ (Ajay Devgn), সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra), রকুলপ্রীত সিংহকে (Rakul Preet Singh)। ছবির নাম 'থ্যাঙ্ক গড' (Thank God)। কিন্তু ট্রেলার মুক্তির কয়েকদিনের মধ্যেই সমস্যায় পড়তে হল ছবিটিকে।


আইনি জটে 'থ্যাঙ্ক গড'


এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ছবির পরিচালক ইন্দ্র কুমার, অভিনেতা অজয় দেবগণ ও সিদ্ধার্থ মলহোত্রর বিরুদ্ধে আইনজীবী হিমাংশু শ্রীবাস্তবের দ্বারা জৌনপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে ১৮ নভেম্বর।


সূত্রের খবর অনুযায়ী, অভিযোগকারীর দাবি ছবির ট্রেলার ধর্মকে ব্যঙ্গ করে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। আইনজীবীর কথায়, অজয় দেবগণ, স্যুট পরে চিত্রগুপ্ত সেজেছেন এবং একটা দৃশ্যে তিনি মশকরা করছেন ও খারাপ ভাষা ব্যবহার করছেন। 


পিটিশনে বলা হয়েছে, 'চিত্রগুপ্তকে কর্মের দেবতা হিসাবে গণ্য করা হয় এবং একজন মানুষের ভাল ও খারাপ কাজের রেকর্ড রাখেন। ঈশ্বরের এই ধরনের চিত্রণ একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে কারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।'


 






ছবিতে হিন্দু দেবতা চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ এবং সাধারণ মানুষের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে, যাঁর চরিত্রের বিশ্লেষণ করবেন চিত্রগুপ্ত। 


ইন্দ্র কুমার পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ অক্টোবর। এর আগে তিনি 'মস্তি', 'দিল', 'ইশক', 'রাজা'র মতো ছবি পরিচালনা করেছেন।


আরও পড়ুন: Happy Birthday Ayushmann Khurrana: ৩৮ পূর্ণ 'ভিকি ডোনর' আয়ুষ্মানের, মিষ্টি শুভেচ্ছা ভাই ও স্ত্রীয়ের