তিরুবনন্তপুরম: নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিতর্কে শশী তারুর। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ জানতে চান, কেন তিনি ফেজ টুপি পরেন না, যা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। তারুর তিরুবনন্তপুরমে এক সেমিনারে ভাষণে বলেছেন, বলুন তো আমাদের প্রধানমন্ত্রী যখনই দেশে, বিদেশ সফরে যান, বিজাতীয় উষ্ণীশ বা পাগড়ি পরেন, কিন্তু কখনই মুসলিম ফেজ টুপি পরেন না? নাগাল্যান্ড গেলে দেখবেন সেখানকার পালক লাগানো পাগড়ি পরেছেন। নানা ধরনের ব্যতিক্রমী পোশাক পরতে দেখবেন ওনাকে, যা একজন প্রধানমন্ত্রীর পক্ষে ঠিক কাজই। ইন্দিরা গাঁধীকেও বিভিন্ন পোশাকে ছবিতে দেখা যেত। কিন্তু উনি কেন সবসময় একটি বিশেষ পোশাকে না করেন!
বিজেপি ফের ভোটে জিতে ক্ষমতায় এলে নতুন করে সংবিধান লিখবে, ভারতে হিন্দু পাকিস্তান তৈরির পথ প্রশস্ত করবে বলে সম্প্রতি মন্তব্য করে ইতিমধ্যেই সমালোচিত হয়েছেন তারুর। মুসলিম তোষণের সম্পর্ক আছে বলে মনে করেন, তাই মোদী সবুজ রং পছন্দ করেন না, এই দাবি করে তিনি বলেন, কেন উনি সবুজ পরতে চান না, যা মুসলিম তোষণ সঙ্গে সমার্থক বলে মনে করেন? এটা কী ধরনের কথাবার্তা? পাল্টা তাঁকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণাচল প্রদেশের মানুষ কিরেন রিজিজু বলেন, এমন মন্তব্যে উপজাতিদের ও উত্তরপূর্বের মানুষকে অপমান করা হয়েছে। কংগ্রেসকে এজন্য তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। উত্তর পূর্বের লোকজন ও নাগা উপজাতিদের উষ্ণীশকে খেলো দেখতে, হাস্যকর, বিজাতীয় বলেছেন তারুর।






কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ট্যুইট করেছেন, উত্তরপূর্বের মানুষের কাছে গর্ব তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য। তারুর তাকে অপমান করেছেন। ভারতের মানুষের প্রতি এমন উপেক্ষা, ঔদ্ধত্যই কংগ্রেসের বৈশিষ্ঠ্য।
বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধবও ট্যুইট করেন, শশী তারুরের কাছে নাগাদের উষ্ণীশ খেলো, বেমানান। ফেজ টুপির প্রতি মাত্রাছাড়া প্রেম দেখাতে গিয়ে নাগা ও উত্তরপূর্বের মানুষের রীতি, প্রথাকে অপমান করতে আটকাচ্ছে না ওনার।