Smart TV: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে (Amazon Great Republic Day Sale 2024) শুধু স্মার্টফোন নয়, ছাড় রয়েছে একাধিক ইলেকট্রনিক গ্যাজেটে। সেই তালিকায় রয়েছে স্মার্ট টিভিও (Smart TV)। ৩০ হাজার টাকার কমে বেশ কয়েকটি স্মার্ট টিভি কিনতে পারবেন অ্যামাজনের এই সেল থেকে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল। চলুন জেনে নেওয়া যাক ৩০ হাজার টাকার কমে কোন কোন স্মার্ট টিভি আপনি অ্যামাজনের এই সেল থেকে কিনতে পারবেন। এই তালিকায় এসার, এলজি, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি ও আরও অনেক সংস্থারই স্মার্ট টিভি রয়েছে।
LG 43-inch 4K LED Smart TV
এলজি- র এই স্মার্ট টিভির আসল দাম অর্থাৎ লঞ্চ হয়েছিল ৪৯,৯৯০ টাকা। এটিই এই স্মার্ট টিভির মার্কেট রেট প্রাইস। তবে অ্যামাজনের সেলে এই স্মার্ট টিভি কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। এক্ষেত্রে ১৯,৯৯১ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
Mi X-Series (2023) 43-inch 4K Google TV
এই স্মার্ট টিভি ভারতে লঞ্চ হয়েছিল ৪২,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে ২৬,৪৯৯ টাকায়। এক্ষেত্রে ক্রেতারা ১৬,৫০০ টাকা ছাড় পাবেন।
Samsung 43-inch Crystal iSmart 4K LED Smart TV
এই স্মার্ট টিভির আসল দাম ৫২,৯৯০ টাকা। তবে ৫০ হাজারের বেশি দামের এই স্মার্ট টিভি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কেনা যাবে ২৮,৪৯০ টাকায়। এক্ষেত্রে ক্রেতারা ২৪,৫০০ টাকা ছাড় পাবেন।
Acer 50-inch 4K LED Smart TV
এসার সংস্থার ৫০ ইঞ্চির এই স্মার্ট টিভির দাম আসলে ৪৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেল থেকে বর্তমানে কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়। অর্থাৎ এক্ষেত্রে ২৩ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।
OnePlus 43-inch YIS Pro 4K LED Smart TV
ওয়ানপ্লাসের ৪৩ ইঞ্চির এই এলইডি স্মার্ট টিভির দাম লঞ্চের সময় ছিল ৩৯,৯৯৯ টাকা। বর্তমানে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে ২৩,৯৯৯ টাকা। এক্ষেত্রে১৬ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।
Hisense's 43-inch 4K QLED Google TV
এই স্মার্ট টিভি লঞ্চ হয়েছিল ৪৯,৯৯৯ টাকায়। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়। অর্থাৎ এক্ষেত্রে ২৩ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।
অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ক্রেতারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে এবং ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে স্মার্ট টিভি কিনলে বা যেকোনও কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ডিভাইসের পরিবর্তে নতুন ডিভাইস কেনার সুবিধা।
আরও পড়ুন- বাজেট ১৫ থেকে ২০ হাজার? অ্যামাজনের সেলে পাবেন এই ফোনগুলি, দেখে নিন তালিকা