কলকাতা: মুক্তির অপেক্ষায় 'ভাগাড়' (Bhagar)। রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবির দ্বিতীয় চরিত্রের লুক এল প্রকাশ্যে। বছর কয়েক আগে গোটা বাংলা তোলপাড় হয়ে যায় 'ভাগাড় কাণ্ড' নিয়ে। একাধিক রেস্তোরাঁ ও হোটেলের খাবারে ভাগাড়ের পচা মাংস ব্যবহার করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ঘটনা নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ।
প্রকাশ্যে রজতাভ দত্তের প্রথম লুক
২০১৮ সালের 'ভাগাড় কাণ্ড'-এর কথা সকল বঙ্গবাসীর জানা। সারা বাংলা কেঁপে ওঠে উদ্ধার হওয়া অজস্র পচা মাংসের ছবি দেখে। এই ছবির অন্যতম চরিত্র ইকবাল শাহেরিয়ার লুক পোস্টার প্রকাশ পেল।
আগেই দ্বৈত সত্ত্বার চরিত্র পরেশের লুক প্রকাশ পেয়েছে। এবার প্রকাশ্যে এল রজতাভ দত্ত (Rajatava Dutta) অভিনীত জাল বেবিফুড ফ্যাক্টরির মালিক ইকবাল শাহেরিয়ার লুক। নাকি রয়েছে তার আরও কোনও পরিচয়? লুকের অপরভাগে তিনি পুরোদস্তুর চমকে দেওয়ার মতো ইদ্রিশ আলি?
কে এই ইদ্রিশ আলি? নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় অ্যারেস্ট হওয়া কুখ্যাত সমাজবিরোধী। আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা। তার কাছেই নিজের জীবন নাশের সুপারি দিতে আসে নোনাডাঙার পরেশ। মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়। তারপর?
সিরিজের গল্প অনুযায়ী, ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার একমাত্র স্ত্রী, পুষ্প। তাঁর মতে পৌরুষের বড়ই অভাব পরেশের মধ্যে। তাই স্বামীর সামনেই পাড়ার কানা বাপির সঙ্গে শারীরিক মিলনে দ্বিধাবোধ করে না সে। ঘটনায় ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায় পরেশ।
সব জ্বালা জুড়োতে একদিন তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে যে বড় ভীতু। একাধিকবার চেষ্টা করে আত্মহত্যা করার। আর তার সমস্ত চেষ্টা পর-পর ব্যর্থ হতে থাকে। সেই সময়ই তার চোখে পড়ে খবরের কাগজের একটি প্রতিবেদন। তারপর?
আরও পড়ুন: Shah Rukh Khan: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'তে শাহরুখ খানের লুক ফাঁস! মুহূর্তে ভাইরাল ছবি
এর আগে 'ভাগাড়'-এর প্রথম ক্যারেক্টার পোস্টারে দেখা মেলে মুখ্য চরিত্র পরেশের দুই স্তরের। একদিকে সে ভীরু, গোবেচারা মানুষ। আবার অন্যদিকে এক তীক্ষ্ণ দৃষ্টির, ক্ষুব্ধ, বিরক্ত মানুষ। প্রকাশ্যে এসেছে সেই পোস্টার।
এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। 'ভাগাড়'-এর হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সব্যসাচী চৌধুরী। পর্দায় ফিরছেন ঐন্দ্রিলা শর্মাও। তাছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়কে। অগাস্ট মাসের শেষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ।