নয়াদিল্লি: বোমান (Bomman) ও বেলি (Bellie), এই জুটির নাম এখন বিশ্ববিখ্যাত। সকল ভারতবাসী তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। তাঁরা যে অস্কারজয়ী (Oscars 2023) 'এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। তাঁদের হাতে অস্কারের ট্রফি তুলে দিয়ে ছবি পোস্ট করলেন ছবির প্রযোজক ও পরিচালক। নেটিজেনদের শুভেচ্ছাবার্তার বন্যা।
বোমান ও বেলির হাতে অস্কার
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। দেখা যাচ্ছে সেখানে তথ্যচিত্রের দুই প্রধান অভিনেতা, বোমান ও বেলি, হাতে সোনালি ঝলমলে অস্কার ট্রফি। মুখে চওড়া হাসি দুইজনের। অনেক নেটিজেনের মতে, ওঁদের হাসির কাছে ঝকঝকে অস্কারও যেন ম্লান।
কার্তিকি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'প্রায় চার মাস হয়ে গেছে আমরা দূরে রয়েছি এবং এখন মনে হচ্ছে যেন বাড়ি ফিরে এসেছি...'।
অন্যদিকে একই ছবি পোস্ট করেছেন প্রযোজক গুণীত মোঙ্গাও (Guneet Monga)। ক্যাপশনে লেখেন, 'সক্কাল সক্কাল এই হাসিটারই প্রয়োজন ছিল। ধন্যবাদ, বোমান ও বেলি, আমাদের দুর্দান্ত 'এলিফ্যান্ট হুইস্পারার্স', তোমাদের অসাধারণ গল্প সকলকে বলতে দেওয়ার জন্য! আমাদের নিষ্পাপ দুই দৈত্য, রঘু ও অম্মুকে অনেক ভালবাসা।'
তাঁদের এই পোস্টে অনুরাগীদের ভালবাসা ও শুভেচ্ছা চোখে পড়ার মতো। ইন্ডাস্ট্রিরও সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, 'ওঁদের হাতে অস্কারটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। এরকম সম্প্রদায়ের সদস্যদের এবং আমাদের বন রক্ষায় তাঁরা যে ভূমিকা পালন করেন সে সম্পর্কে যেন আরো অনেক সিনেমা তৈরি হয়।' অনেকে লেখেন, 'যাঁদের ওপর খ্যাতির আলো থাকার কথা, তাঁদের হাতে এই ট্রফি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ।'
প্রসঙ্গত, স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কারের চলতি মরসুমে ভারতে পুরস্কার আসে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর হাত ধরে। ছবিতে দুই 'এলিফ্যান্ট হুইস্পারার্স' অর্থাৎ মাহুত ছিলেন বোমান ও বেলি। তাঁদের গল্প দর্শকের পছন্দ হয়েছে তাই তো এই সম্মান। এবার তাঁদর হাতে অস্কারের ট্রফি তুলে দিলেন ছবির নির্মাতারা। বৃহস্পতিবারের এই ছবি মন ভরিয়েছে সকল নেটিজেনের।