জানতেন? শ্রীদেবীর কেরিয়ারের মোড় ঘোরানো এই ছবির অফার প্রথমে আসে এই নায়িকার কাছে কিন্তু ফিরিয়ে দেন তিনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 04:24 PM (IST)
মুম্বই: শ্রীদেবীকে বলিউডে পায়ের তলায় শক্ত জমি এনে দিয়েছিল জিতেন্দ্রর সঙ্গে হিম্মতওয়ালা ছবিটি। কিন্তু এই ছবি আসলে তাঁর করারই কথা ছিল না। অফার যায় তখনকার এক নামী অভিনেত্রীর কাছে কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। দক্ষিণী শ্রীদেবীর বলিউডে পা রাখা ১৯৭৮-এ, সোলভা শাওন ছবির হাত ধরে। কিন্তু ৫ বছর পরের হিম্মতওয়ালা তাঁকে এনে দেয় প্রথম বাণিজ্যিক সাফল্য। তারপর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হয় চড়চড়িয়ে। ছবিটি প্রথম যায় রেখার কাছে। কিন্তু জিতেন্দ্র জানিয়েছেন, সে সময় রেখার হাতে অন্য ছবি ছিল তাই হিম্মতওয়ালার অফার নিতে পারেননি তিনি। তখন নির্মাতারা দ্বারস্থ হন শ্রীদেবীর, বাকিটা ইতিহাস।