নয়াদিল্লি: বিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show) নিয়ে ফের হাজির হয়েছেন কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma)। ২১ অগাস্ট শুরু হয়েছে এই শো। প্রথম পর্বেই মঞ্চ আলোকিত করে হাজির হয়েছিলেন অভিনেতা অজয় দেবগণ সঙ্গে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবির গোটা টিম। দ্বিতীয় পর্বে এসেছিলেন অক্ষয় কুমার ও 'বেল বটম' ছবির কলাকুশলীরা।
প্রত্যেক পর্বের মতো শেষ দুই পর্বেও চমক ছিল দর্শকদের জন্য। 'দ্য কপিল শর্মা শো'-এর গত সপ্তাহের পর্বে মঞ্চে হাজির হয়েছিলেন পুরুষ ও মহিলা ভারতীয় হকি দল। তার পরের পর্বে হাজির হয়েছিলেন সকল সিনেপ্রেমীর পছন্দের, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ও শত্রুঘ্ন সিংহ। হাসি-মজা-আনন্দে ভরা সেই পর্বগুলি ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের।
আরও পড়ুন: ধর্মেন্দ্রর কোন গোপন তথ্য ফাঁস করবেন বন্ধু শত্রুঘ্ন, জানা যাবে 'দ্য কপিল শর্মা শো'-এ
পরবর্তী পর্বের খানিক ঝলক দেখা গেল অভিনেত্রী নীতু কপূরের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। 'দ্য কপিল শর্মা শো'-এর এক পর্বের কিছু মুহূর্তের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ফ্রেমবন্দি হয়েছেন তাঁর মেয়ে ঋদ্ধিমা কপূর সহানিও। মা-মেয়ের জুটিকে ছবিতেই দুর্ধর্ষ দেখাচ্ছে, মন্তব্য নেটিজেনদের। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'কপিল শর্মার সঙ্গে সবসময়েই মজায় কাটে এবং এইবার আমার সঙ্গে থাকছে আমার মেয়ে।' অনুরাগীদের 'জয় রাইড'-এ সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নীতু।
ঋদ্ধিমাও নিজের ইনস্টাগ্রামে পর্বের কিছু ছবি পোস্ট করেছেন। লিখেছেন, 'নিজের আত্মাকে খুশি করার জন্য সময় বের করুন।'
নীতু কপূর এর আগেও কপিল শর্মা শোয়ে এসেছিলেন। তবে সেইবারে তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কপূর। তবে এইবার ঋদ্ধিমাকে কপিল শর্মা শোয়ের মঞ্চে প্রথমবার দেখতে পাওয়া যাবে।