কলকাতা: বিতর্ক যতই হোক, বক্স অফিসে (box office) 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) সাফল্য থামানো একপ্রকার অসম্ভব। মুক্তির ৯ দিনের মাথায় এই ছবি ১০০ কোটির (100 crore club) গণ্ডি পার করেছে দেশের বাজারে। উল্লেখ্য বিষয় প্রথম রবিবারের তুলনায় দ্বিতীয় রবিবারে এই ছবি বেশি আয় করেছে। ১১ দিনের মাথায় এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে ১৪৭কোটি। অনেকেই মনে করছেন আজই ১৫০ কোটি আয় করে ফেলব এই ছবি।


'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয়ের পরিমাণ কত?


ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১০ দিন পার করে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবার সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি। রবিবার এই ছবি মোট ২৩.৭৫ কোটি টাকা আয় করেছে যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে সবচেয়ে বেশি আয় ছবির। 'দ্য কেরালা স্টোরি' ১১ দিনের পর মোট ১৪৭ কোটি টাকা আয় করল। খুব শীঘ্রই এই ছবি ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।


আরও পড়ুন...


Summer Skin Care Tips: শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?


ছবিটি যদি ব্যবসার এই ধারা বজায় রাখতে পারে তাহলে খুব শীঘ্রই রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'কে টপকে যাবে। আপাতত রণবীর-শ্রদ্ধার ছবি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে। দেশে 'তু ঝুঠি ম্যায় মক্কার' ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। 


সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। তবে এখনও এই ছবি অপর বিতর্কিত ছবি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কে টক্কর দিতে পারেনি।