নয়াদিল্লি: সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এবং বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) মিশ্র প্রতিক্রিয়া (mixed reaction) পেয়েছে দর্শকদের থেকে। তৈরি হয়েছে একাধিক বিতর্ক। অনেকেই এই ছবিকে 'প্রোপাগান্ডা' ফিল্ম বলেও চিহ্নিত করেছেন, সৌজন্যে অবশ্যই ছবিটার সংবেদনশীল বিষয়বস্তু। কিন্তু এই সবকিছুর কোনও বিরূপ প্রভাব বক্স অফিসে পড়েনি। বরং এই ছবির ব্যবসার পরিমাণ প্রত্যেকদিনই বেড়ে চলেছে। তৃতীয় শনিবার ও রবিবারের শেষে কত টাকার ব্যবসা করল এই ছবি? কী বলছেন ফিল্ম সমালোচকরা?


বক্স অফিসে কত টাকার ব্যবসা করল 'দ্য কেরালা স্টোরি'?


মুখ্য চরিত্রে আদাহ্ শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি' মূলত ধর্মান্তকরণ ও তিন মহিলাকে জোর করে সন্ত্রাসবাদী সংস্থার সঙ্গে জড়িয়ে দেওয়ার গল্প বলে। বক্স অফিসে এই ছবির সাফল্য এখনও অব্যাহত। তিন সপ্তাহান্তের শেষে এই ছবি প্রায় ১৯৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 


যতই বিতর্ক, নিষিদ্ধ করার আবেদন বা রাজনৈতিক তরজা চলুক, বক্স অফিসে 'দ্য কেরালা স্টোরি'র উড়ান দুর্দান্ত। ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। ১৬ মে, এই ছবির বক্স অফিস আয় দাঁড়ায় ১৫০ কোটি টাকায়। এবার এই ছবি দ্রুত প্রবেশ করতে চলেছে ২০০ কোটির ক্লাবে। প্রাথমিক হিসেব বলছে ১৭তম দিনে অর্থাৎ ২১ মে, তৃতীয় রবিবারও ছবির আয়ে বৃদ্ধি ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, গতকাল এই ছবি ১১ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। সেই হিসেব অনুযায়ী, এই ছবি এখনও মোট ১৯৮.৪৭ কোটি টাকার ব্যবসা করেছে। ২১ মে হিন্দি অঞ্চলে ৩৭.২৯ হল দখল ছিল এই ছবির।


অন্যদিকে দেশের বাজারে ছবির প্রথম ১৬ দিনের আয়ের তালিকা
প্রথম দিন - ৬.৭৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ১১ কোটি টাকা
তৃতীয় দিন - ১৬ কোটি টাকা
চতুর্থ দিন - ১০.২৫ কোটি টাকা
পঞ্চম দিন - ১১ কোটি টাকা
ষষ্ঠ দিন - ১১.৭৫ কোটি টাকা
সপ্তম দিন - ১১.৫০ কোটি টাকা
অষ্টম দিন - ১১.৫০ কোটি টাকা
নবম দিন - ১৮.৭৫ কোটি টাকা
দশম দিন - ২২.৭৫ কোটি টাকা
একাদশ দিন - ৯.৭৫ কোটি টাকা
দ্বাদশ দিন - ৮.২৫ কোটি টাকা
ত্রয়োদশ দিন - ৭ কোটি টাকা
চতুর্দশ দিন - ৬ কোটি টাকা
পঞ্চদশ দিন - ৫.৭৫ কোটি টাকা
ষোড়শ দিন - ৯ কোটি টাকা


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?


প্রসঙ্গত, ছবির এই আয়ের পরিমাণ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্যগুলি থেকে হচ্ছে। মাল্টিপ্লেক্সেও নয়, কোনও সিঙ্গল স্ক্রিনেও নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পৌঁছচ্ছে না 'দ্য কেরালা স্টোরি'। কিন্তু কেন? কলকাতায় এসে এই প্রশ্নই তুললেন ছবিটির নির্মাতারা।