কলকাতা: তর্ক-বিতর্ক সরিয়ে অবশেষে মুক্তি পেল 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। কেরলের হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তরণ এবং আইসিস-এ যোগদান করানোর ঘটনাপ্রবাহকেই এই ছবিতে তুলে ধরেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। আর সেই ছবি নিয়েই দানা বেঁধেছে একের পর এক বিতর্ক, সেন্সর বোর্ড কাঁচিও চালিয়েছে একাধিক দৃশ্যের ওপর। 


এই ছবি মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)। আর আজ ট্যুইটারে LDF regime-এর মাধ্যমে কেরালার গৃহহীন মানুষকে সরকার থেকে বাড়ি দেওয়ার খবরের কথা লিখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মত, এটাই কেরালার আসল ছবি। এই ছবির মুক্তি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল বামশাসিত কেরল। অন্যদিকে, আজ এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং। 


আজ ট্যুইটারে বেশ কিছু ঘরের ছবি শেয়ার করে পিনারাই বিজয়ন লেখেন, 'কেরালায় গৃহহীন মানুষদের সংখ্যা শূন্য করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেরালা সরকার। আজ ২০ হাজারেরও বেশি মানুষকে ঘর দেওয়া হয়েছে। ৪১ হাজারেরও বেশি মানুষদের সঙ্গে চুক্তি করা হয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এটাই আসল কেরালা স্টোরি।'


এর আগে, কেরালার মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, 'ছবি মাধ্যমে সংঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।' মূলত 'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক অব্যহত। অভিযোগ, ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিতে রাজনৈতিক হিংসা ও ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর জন্যই তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন পিনারাই বিজয়ন। 


অন্যদিকে আজ নরেন্দ্র মোদি এই ছবি সম্পর্কে বলেন, '‘দ্য কেরালা স্টোরি' ছবিটি সমাজের ভিতরে জমে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে তুলে ধরবে। কেরলের মতো একটা সুন্দর জায়গা, সেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে বলেই আমার বিশ্বাস। কংগ্রেস পার্টি এই একটা ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে!'


আরও পড়ুন: Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?


আরও পড়ুন: Telly Masala: ঝিলমিলের জন্মদিনে ফিরে এল আবিরের প্রথম স্ত্রী, নতুন বিপদের মুখে গৌরী, একঝলকে টেলি মশালা