নয়াদিল্লি: ২০২১ সালে সকলকে চমকে নিজের ছোটবেলার ক্লাব বার্সেলোনাকে অশ্রুজলে বিদায় জানান লিওনেল মেসি (Lionel Messi)। প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে দুই বছরের চুক্তিতে সই করেন। সেই চুক্তি এ মরসুমের পরেই শেষ হতে চলেছে। যদিও মেসির চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। তবে খবর অনুযায়ী আর্জেন্তাইন কিংবদন্তির চুক্তি বাড়াতে আগ্রহী নয় প্যারিসের ক্লাব। তাই এখন থেকেই তিনি পরবর্তী মরসুমে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
রোনাল্ডোর দ্বিগুণ বেতন
বার্সেলোনা অনুরাগীদের একাংশ আশা করছেন যে মেসি বার্সেলোনায় ফিরবেন। তবে খবর অনুযায়ী, বার্সা নয়, বরং মেসিকে দলে নিতে আগ্রহী সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al-Hilal)। মাস কয়েক আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দলে নিয়েছে সৌদি আরবেরই আরেক ক্লাব আল নাসর। তাঁকে ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় চুক্তির মাধ্যমে দলে নিয়েছে সৌদির এই ক্লাবটি। এই চুক্তি অনুযায়ী রোনাল্ডো প্রত্যেক মরসুমে ভারতীয় মুদ্রায় ১৮০৭ কোটি টাকা (২১০ মিলিয়ন ডলার) পান। আড়াই বছরের চুক্তিতে তিনি আল নাসরের হয়ে :সই করেছেন।
তবে শোনা যাচ্ছে মেসিকে রোনাল্ডোর দ্বিগুণেরও বেশি অর্থের চুক্তিতে দলে নিতে আগ্রহী আল হিলাল। খবর অনুযায়ী মেসিকে ৩৬২০ কোটি টাকার চুক্তিতে দলে নিতে আগ্রহী আল হিলাল। তবে গোটা বিষয়টাই এখনও জল্পনার পর্যায়তেই রয়েছে। মরসুম শেষ হলে ছবিটা আরও পরিস্কার হবে বলে আশা করা যেতেই। প্রসঙ্গত মেসি আপাতত নির্বাসিত। ক্লাবের অনুমতি ছাড়াই সপরিবারে ঘুরতে গিয়েই বিপাকে পড়েছেন মেসি।
নির্বাসিত মেসি
মধ্যপ্রাচ্যের দেশগুলির পর্যটনদূত হিসেবে নিযুক্ত লিওনেল মেসি সম্প্রতি সপরিবারে সৌদি আরবে (Saudi Arabia) ঘুরতে গিয়েছিলেন। যে জন্য তাঁকে দুই সপ্তাহের জন্য তাঁকে সাসপেণ্ড করেছে প্যারিস সাঁ জরমঁ। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), নেইমারদের (Neymar) সঙ্গে অনুশীলনে নিষেধাজ্ঞার পাশাপাশি যে সময়কালে পিএসজি-র তরফ থেকে চুক্তিমাফিক কোনও অর্থও মেসি পাবেন না। এর মাঝেই আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর কারিগরের বিরুদ্ধে ক্লাবের সদর দফতরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনও করেছেন পিএসজি-র সমর্থকরা। নির্বাসন শেষে মেসিকে আবার ২১ মে পিএসজির হয়ে মাঠে খেলতে দেখা যেতে পারে।
আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?