নয়াদিল্লি: এবার ডকু-সিরিজের (Docu Series) মাধ্যমে বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় পরিচালক ও 'যশ রাজ ফিল্মস' (Yash Raj Films) কর্তা প্রয়াত যশ চোপড়াকে শ্রদ্ধা (tribute to Yash Chopra) জানাতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স' (Netflix)। নাম ঘোষণা ও পোস্টার প্রকাশ পেয়েছিল কালই। আজ প্রকাশ্যে এল ট্রেলার (Trailer Out)। বিশ্বজুড়ে ১৯০টি দেশে মুক্তি পেল 'দ্য রোম্যান্টিকস'-এর (The Romantics) ট্রেলার।
প্রকাশ্যে 'দ্য রোম্যান্টিকস' ট্রেলার
৩২ টিরও বেশি ভাষায় সাবটাইটেল সমেত দেখা যাবে 'দ্য রোম্যান্টিকস'। স্মৃতি মুন্দ্রার পরিচালনায় চার পর্বের এই ডকু-সিরিজ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি, 'নেটফ্লিক্স'-এ।
যশ চোপড়ার তৈরি ছবি, হিন্দি সিনে দুনিয়াকে নতুন রূপে বিশ্বজোড়া দর্শকের সামনে তুলে ধরা, তাঁর সিনে-সফর, এই সবকিছুই থাকবে 'দ্য রোম্যান্টিকস'-এ। আলোচনায় হাজির হবেন বলিউডের নামজাদা তারকারা। ট্রেলারে মিলল তারই ঝলক। রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, ভূমি পেডনেকর, সলমন খান, রণবীর কপূর, রণবীর সিংহ, আমির খান, মাধুরী দীক্ষিত, কাজল কে নেই সেখানে। ঝলকে দেখা মিলল ঋষি কপূরেরও। তাঁদের সকলের সঙ্গে যশ চোপড়ার কাটানো সময়ের ছবি ধরা পড়বে কথায় কথায়। কর্ণ জোহরকে যেমন বলতে শোনা যায়, 'আমি সব ছবি দেখতাম কিন্তু যশ চোপড়ার ছবি আমার দৃষ্টি আকর্ষণ করে।' অমিতাভ বচ্চনের কথায় যশ চোপড়া 'তরুণ চিত্র পরিচালক যিনি সিনেমায় বদল আনতে চেয়েছিলেন।' একজন 'রোম্যান্টিক' চিত্র পরিচালক হিসেবে যশ চোপড়াকে তুলে ধরা হবে এই সিরিজে।
তবে ট্রেলারে চমক রয়েছে শেষের দিকে। যশ চোপড়া সম্পর্কিত এই সিরিজে তাঁর ছেলে আদিত্য চোপড়াকেও দীর্ঘ সাক্ষাৎকার দিতে দেখা যাবে। সকলেরই জানা যে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালবাসেন আদিত্য। ফলে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে শুনে অবাক তাঁরই সহকর্মীরা। ট্রেলারেই স্পষ্ট এই ডকু-সিরিজ বলিউড প্রেমীদের মনে ধরবেই।
আরও পড়ুন: 'Pathaan' Movie: বক্স অফিসে 'পাঠান' ঝড়, বিশ্বজুড়ে ৬৩৪ কোটি টাকার ব্যবসা শাহরুখ খানের ছবির
এই সিরিজ প্রসঙ্গে নির্মাতাদের তরফে বলা হয়েছে, 'তারকা-খচিত, চার পর্বের ডকু-সিরিজটিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৫ জন প্রথম সারির কণ্ঠ থাকবে এবং বলিউডের ইতিহাসে বিশ্বব্যাপী বলিউডকে একটি ঘরোয়া নাম করে তোলার ক্ষেত্রে YRF-এর প্রভাবের কথা তুলে ধরা হবে। আগামীকাল ১৯০টি দেশে এই ডকু-সিরিজের ট্রেলার রিলিজ করবে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বের ৩২টিরও বেশি ভাষায় এই ট্রেলারের সাবটাইটেল থাকবে, বলিউডের বিশ্বজনীন খ্যাতি ও গত ৫০ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে যশ রাজ ফিল্মসের প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।'