কলকাতা: মুক্তি পেল আগামী ছবি 'আবার বছর কুড়ি পরে'-র টাইটেল গান ('Abar Bochhor Koori Pore' Title Track)। ছবির মূল ভাবনা খুব সুন্দর কিছু মুহূর্তের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে গানে। রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) গলায় ধরা পড়েছে নস্টালজিয়া। 


চার বন্ধুর ছোটবেলার গল্প, বছর কুড়ি আগের কিছু স্মৃতি রয়েছে গোটা গানজুড়ে। সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যের নির্দেশনায়, তমোঘ্ন চট্টোপাধ্যায়ের লেখায় অদ্ভুত আবেগ ধরা পড়েছে।



হারিয়ে যাওয়া বন্ধুত্ব ফিরে আসবে ২০ বছর পর? না কি বন্ধুর ডাকে এবার সংসার ছেড়ে ফিরবে না কেউ? আগেই মুক্তি পায় ট্রেলার ও টিজার। তাতে মনে রেখে যায় এই প্রশ্নগুলোই। শুরুটা হয় আবীর চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) একটা ফোন দিয়ে, ফোনের ওপারে রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh)। কলকাতায় ফিরে আবীর ফোন করেন রুদ্রনীলকে। রুদ্রনীলের আবদার, বনি আর নীলাকে বলে দিই? তারপর? আস্তে আস্তে প্রকাশ পায় সব চরিত্রেরা। 


আরও পড়ুন: Iman Chakraborty Update: চন্দননগরে 'প্রাক্তন'-এর দেখা পেলেন ইমন চক্রবর্তী, ক্যামেরাবন্দি করলেন বিশেষ বার্তা


গোটা ছবির শ্যুটিংই হয়েছে পাহাড়ে। করোনাবিধি মেনেই শেষ হয়েছে ছবির কাজ। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সব ঠিক থাকলে এই শীতেই বড় পর্দায় মুক্তি পাবে 'আবার বছর কুড়ি পরে'। নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া, বাঁচতে ভুলে যাওয়া বন্ধুদের 'আবার বছর কুড়ি পরে' যদি দেখা হয় তাহলে? এমনই অন্যরকম এক প্রেক্ষাপটে ছবির গল্পকে বুনেছেন পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। আজ টাইটেল গান মুক্তির কথা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান অভিনেতা রুদ্রনীল ঘোষ, তনুশ্রী। 



আরও পড়ুন: Sidharth Shukla Birthday: প্রিয় বন্ধু সিদ্ধার্থের জন্য বিশেষ প্রার্থনা বিদ্যুৎ জামওয়ালের


 






এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন রুদ্রনীল। নির্বাচনের সময় প্রচার ও দলীয় কাজে ব্যস্ত থাকার ফলে নতুন কোনও ছবিতে কাজ করেননি তিনি। কাজ হাতেও নেননি। জানিয়েছিলেন, নির্বাচনী ব্যস্ততা মিটলেই ফের রুপোলি পর্দায় ফিরবেন তিনি। কারণ অভিনয়ই তাঁর পেশা ও ভালোবাসা। সেই কথা রেখেই 'আবার বছর কুড়ি পরে'-এর গল্প বলতে পর্দায় ফিরছেন রুদ্রনীল। অন্যান্য একাধিক চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়কে।