নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেল 'দ্য ভ্যাকসিন ওয়ার' (The Vaccine War) ছবির ট্রেলার (Trailer Out)। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবিতে নানা পটেকর (Nana Patekar) ও পল্লবী যোশীকে (Pallavi Joshi) দেখা যাবে মুখ্য চরিত্রে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির ট্রেলার পোস্ট করেন পরিচালক। 


প্রকাশ্যে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ট্রেলার 


'দ্য কেরালা ফাইলস', বিবেক অগ্নিহোত্রী পরিচালিত যে ছবি সাড়া ফেলেছিল বিপুল। তা নিয়ে তৈরি হয়েছিল একাধিক বিতর্কও। এবার তাঁর হাত ধরে আসছে ভারতের নিজস্ব ভ্যাকসিন তৈরির গল্প। মুক্তি পেল 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ট্রেলার। এদিন ট্রেলার শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী লেখেন, 'নিবেদন করছি, আপনাদের 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ট্রেলার। ছবি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর ২০২৩ সালে। দয়া করে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।'


ট্রেলারে দেখা যাচ্ছে নানা পটেকরের নেতৃত্বে এক দল মহিলা বৈজ্ঞানিক ব্রতী হয়েছেন টিকা তৈরির কাজে। ট্রেলারের পরতে পরতে ফিরবে করোনা মহামারীর সময়ের স্মৃতি। যে সময় মারণ জীবাণুকে নাশ করতে দিনরাত এক করে লড়ছিলেন দেশের বৈজ্ঞানিকেরা, এবং একদিকে প্রাণ হারাচ্ছিলেন লাখ লাখ মানুষ। দেশের প্রথম নিজস্ব ভ্যাকসিন তৈরির সময় যে টালমাটাল 'যুদ্ধ' পরিস্থিতির মধ্যে দিয়ে বৈজ্ঞানিকেরা গিয়েছিলেন সেই গল্পই বলবে এই ছবি। ট্রেলারে একাধিক চরিত্রকে বারবার মাস্ক পরে দেখা যাচ্ছে। করোনার সময় যা আমাদের সকলের নিত্যদিনের সঙ্গী হয়েছিল। ছবিতে দেখা যাবে অনুপম খেরকেও (Anupam Kher)। 


 



বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিকে ভারতের প্রথম 'বায়ো-সায়েন্স ফিল্ম' বলে অভিহিত করছেন নির্মাতারা। এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে (Raima Sen)। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, গিরিজা ওক, নিবেদিতা ভট্টাচার্য, সপ্তমী গৌদা, মোহন কপূর প্রমুখ। ২৮ সেপ্টেম্বর এই ছবি হিন্দি, তামিল, তেলুগু এবং ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে। 


আরও পড়ুন: 'Jawan' Box Office Collection: বক্স অফিসে ঝোড়ো ইনিংস! বিশ্বজুড়ে ৫৭৪ কোটির ব্যবসা 'জওয়ান'-এর, পোস্ট অ্যাটলির


সম্প্রতি বিবেক অগ্নিহোত্রী ও পল্লবী যোশীর 'ইন্ডিয়া ফর হিউম্যানিটি' সফরের অংশ হিসেবে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় মার্কিন মুলুকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial