কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ছিলেন না তিনি। টসের সময় অধিনায়ক রোহিত জানিয়েছিলেন অনুশীলনে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) হালকা চোট পেয়েছেন। তাঁর ব্যাক স্প্যাজ়মের জন্যই তিনি ম্যাচে খেলছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধেও (IND vs SL) কিন্তু মাঠে নামতে পারলেন না ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। বিসিসিআইয়ের (BCCI) তরফে তাঁর মেডিক্যাল আপডেট দেওয়া হল।


বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফেই শ্রেয়স আইয়ারকে আজকের ম্যাচের জন্য বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি দলের সঙ্গে মাঠেও আসেননি। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, 'শ্রেয়স আইয়ার আগের থেকে সুস্থ অনুভব করছেন। তবে তাঁর ব্যাক স্প্যাজ়ম এখনও সম্পূর্ণ সারেনি। বিসিসিআইয়ের মেডিক্যাল তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে এবং সেই কারণেই ওঁ দলের সঙ্গে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের জন্য মাঠেও আসেননি।'


 






 


শ্রেয়স আইয়ার দীর্ঘমেয়াদি চোট সারিয়ে সদ্যই জাতীয় দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের সময় সেই যে তাঁর চোট লেগেছিল, তারপর এই এশিয়া কাপেই খেলছেন তিনি। এর মাঝে অস্ত্রোপ্রচার, দীর্ঘ রিহ্যাবের লম্বা রাস্তা পার করতে হয়েছে তাঁকে। আইপিএলেও খেলতে পারেননি তিনি। এশিয়া কাপের আগে ফিট হয়ে যাওয়ায় তাঁকে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডেও রাখা হয়েছে। তবে ফের একবার তাঁর চোট লাগায় ভারতীয় ক্রিকেট দলের অনুরাগীদের উদ্বেগ বাড়ছে।


তিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে ভারতীয় মিডল অর্ডার সমস্যা অনেকটাই দূর করতে পেরেছিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপের আগে তাঁর এই চোটে তাই উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। তবে মন্দের ভাল বলতে তিনি কিন্তু এশিয়া কাপ থেকে ছিটকে যাননি। হয়তো পরের ম্যাচগুলিতে তাঁকে খেলতে দেখা যাবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়া কাপে কোহলি-রাহুলের সেঞ্চুরি, শুভেচ্ছা অনুষ্কা-আথিয়ার