কলকাতা: ২ নভেম্বর ছিল কিং খানের জন্মদিন (SRK Birthday)। আর প্রতি বছরের মতই এবছরও নিজের ভালবাসার অভিনেতাকে একঝলক দেখার জন্য় মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর আপামর ভক্তরা। আর সেখানেই ঘটল এক বিপত্তি।  


মন্নতের বাইরের জনসমুদ্র থেকে এদিন মোবাইল হারালেন ৩০জন ভক্ত। সূত্রের খবর অনুযায়ী, অভিনেতার ৫৮ তম জন্মদিনে বান্দ্রার বাংলো মন্নতের সামনে যে অগণিত ভক্তরা ভিড় জমিয়েছিলেন, সেখান থেকেই খোয়া যায় মোবাইল ফোন।


একটি জাতীয় সংবাদপত্রের ২৩ বছর বয়সী একজন ফটোগ্রাফার প্রথম অভিযোগ দায়ের করেছিলেন যিনি বন্ধুদের সঙ্গে মন্নতের বাইরের ভিড়ে যোগ দিয়েছিলেন ও সেখান থেকে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে এসেছিলেন। কিছুক্ষণ পর তিনি আবিষ্কার করেন যে, তার পকেটে রাখা মোবাইল ফোনটি নেই। আরও জিজ্ঞাসাবাদে তিনি বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে আরও অনেকেই ফোন চুরির শিকার হয়েছে। পরবর্তীকালে, তিনি ঘটনাটি বান্দ্রা পুলিশকে জানান, তারপর অনেকেই নিজেদের ফোন চুরি যাওয়ার ঘটনা রির্পোট করেন।


আরও পড়ুন...


পুদুচেরি ও ৬ রাজ্য়ে ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে 'টাইগার ৩', রয়েছে আরও চমক


তবে পর্যাপ্ত নিরাপত্তার ব্য়বস্থা না থাকার জন্য়ই এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মনে করছেন।


প্রসঙ্গত, জন্মদিনের সকালেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বার্থ ডে বয়।  এই দিনটাই অগনিত ফ্যান মহলের ক্যালেন্ডারে 'এসআরকে দিবস' হিসেবে পালিত হয়ে থাকে। আর তাই রাত ১২টার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছিলেন শাহরুখ। সকাল হতে না হতে তারই কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছিলেন, 'এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতে এসেছেন এবং আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমি নিছকই একজন অভিনেতা। আপনাদের সামান্য খুশী করতে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। আপনাদের ভালবাসার স্বপ্নেই আমি বেঁচে আছি। আমাকে আপনাদের বিনোদন দেওয়ার সুযোগের জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে পর্দায় এবং পর্দার বাইরে।'


উল্লেখ্য়, এই বিশেষ দিনেই মুক্তি পেয়েছিল ডাঙ্কির টিজার। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি'। তার আগে মুক্তি পেল  ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজার মুগ্ধ করেছিল দর্শককে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial