মুম্বই: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দমদম বিমানবন্দরের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়েনি বলে জানালেন অমিতাভ বচ্চন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘উদ্বিগ্ন শুভানুধ্যায়ী ও সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি, কলকাতায় নাকি গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। কিন্তু সেটা ঠিক নয়। কোনও দুর্ঘটনা ঘটেনি। আমি ভাল আছি।’



গত শনিবার কলকাতায় আসেন অমিতাভ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন একটি ভ্রমণ সংস্থার দেওয়া গাড়িতে দমদম বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের এক মন্ত্রী। সেই সময় গাড়ির একটি চাকা খুলে যায় বলে শোনা গিয়েছিল। তবে অমিতাভ আঘাত পাননি। আজ তিনি নিজেই সে কথা জানালেন।