নয়াদিল্লি:  পৌরাণিক চরিত্র শ্রবণ কুমারের কথা মনে পড়ে। তিনি তাঁর মা-বাবাকে একা নিজের দু কাঁধে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন তীর্থে। বর্তমান যুগের ছেলে-মেয়েদের অবশ্য ব্যস্ততার কারণে, বাবা, মায়ের জন্যে সময়ই নেই। কিন্তু সেই ঘোর কলিযুগেও দেখা মিলল শ্রবণ কুমারদের। হ্যাঁ, ঠিকই পড়েছেন, শ্রবণ কুমারদের। হরিয়ানার পালওয়ালের চার ভাই, সম্প্রতি নিজেদের বাবা-মাকে কাঁধে চাপিয়ে নিয়ে গেলেন হরিদ্বার থেকে কানওয়ারের মানস দেবী মন্দিরে।




হয়তো, হরিয়ানার এই চার ভাইয়ের বাবা-মায়ের কোনও সমস্যা আছে। কিন্তু সমাজের জন্যে, এই চার ছেলে অন্য এক বার্তা বয়ে নিয়ে এলেন। যে বাবা-মা নিজেদের সবকিছু দিয়ে সন্তানদের মানুষ করেন, বৃদ্ধ বয়সে তাঁদের অবশ্যই দেখা উচিত সন্তানদের।  তাঁদের পাশে দাঁড়ানো উচিত ছেলে-মেয়েদের। বাবা-মাকে নিজেদের কাঁধে চাপিয়ে তীর্থে নিয়ে গিয়ে এই চার ছেলেও সমাজকে বোঝাতে চেয়েছেন, বাবা-মা বোঝা নন, দায়িত্ব সন্তানদের।