কলকাতা: আর্থিক তছরুপের মামলায় ফের নয়া মোড়। এবার সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekar) ও জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে বয়ান রেকর্ড করলেন নোরা ফতেহি (Nora Fatehi)। আর্থিক তথরুপের মামলায় সুকেশ ও জ্যাকলিন একাধিক অভিযোগ এনেছিলেন নোরার বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করেছিলেন নোরা। আর এবার, সেই মামলাতেই আজ দিল্লির পাটিয়ালা হাইজ কোর্টে বয়ান রেকর্ড করলেন নোরা।
এদিন বয়ান রেকর্ড করে নোরা সংবাদমাধ্যমের সামনে বলেন, 'ওরা আমায় গোল্ড ডিগার বলেছেন। আমার সম্পর্কে অভিযোগ করা হয়েছিল, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে রয়েছি। অথচ আমার সঙ্গে সুকেশের এবং আর্থিক তছরুপের ঘটনার কোনও সম্পর্ক নেই, ছিল না। অথচ আমায় বদনাম করা হয়েছে অনর্থকভাবেই।'
নোরা আরও বলেন, 'আমার মনে হয়, এই ঘটনায় আমায় বলির পাঁঠা করা হল। আমি এই ঘটনার একেবারে বাইরে। কিন্তু এই ঘটনায় আমার নাম জড়ানোর জন্য আমার কেরিয়ারে যা যা ক্ষতি হল তার উপযুক্ত ক্ষতিপূরণ চাই আমি। হয়তো আমি বাইরে থেকে এসেছি বলেই ইন্ডাস্ট্রিতে অনেকে মনে করেন সহজেই আমায় আঘাত করা যায়।' আদালতের কাছে ইতিমধ্যেই ক্ষতিপূরণ চেয়েছেন নোরা। সামনের মাসে এই মামলায় আরও এক সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে।'
অন্যদিকে, গত ২ বছর ধরে এই আর্থিক তছরুপের মামলায় বারে বারে আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিনকে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পর্যন্ত গঠন করেছে ইডি (ED)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল সুকেশের সঙ্গে এই আর্থিক তছরুপে যুক্ত থাকা। আপাতত জেলে রয়েছেন সুকেশ। অন্যদিকে জ্যাকলিন জামিনে ছাড়া পেলেও, তাঁকে বিদেশযাত্রার জন্য অনুমতি চাইতে হয়েছে বার বার। একাধিক বিধিনিষেধও রয়েছে তাঁর ওপর। যদিও সাপ্লিমেন্টরি চার্জশীটে জ্যাকলিনকে অভিযুক্ত বলে দাবি করা হয়নি।
সদ্যই আদালতে হাজিরা দিতে হয়েছিল জ্যাকলিনকে। আদালতে হাজিরা দেওয়ার সময় কালো মাস্কে নিজের মুখ ঢেকেছিলেন জ্যাকলিন। তিনি গাড়িতে আসার সময় একটি বাদামি শ্যুট পরেছিলেন। পরে আদালত চত্বরে ঢোকার পরে তা খুলে কেবল সাদা শার্ট পরেই দেখা গেল তাঁকে। তবে সারাক্ষণ মুখ মাস্কে ঢেকে রেখেছিলেন তিনি।