নয়াদিল্লি: দীপাবলি এসে গেছে। চারিদিক মাতোয়ারা উৎসবের মেজাজে। একইসঙ্গে দুর্দান্ত কিছু ওয়েব সিরিজ আর সিনেমা নিয়ে হাজির হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। দীপাবলির লম্বা উইকেন্ড নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে বাড়িতে বসে কী কী সিনেমা সিরিজ দেখতে পারেন, রইল এমন পাঁচটি নাম।


অক্কড় বক্কড় রফু চক্কর: রাজ কৌশল পরিচালিত 'অক্কড় বক্কড় রফু চক্কর' সিরিজে অভিনয় করতে দেখা যাবে, ভিকি অরোরা, অনুজ রামপাল, শিশির শর্মা, স্বাতী সেমওয়াল, শ্রেয়া মুঠুকুমার, আলিশা চোপড়া ও সন্তোষ সিংহকে। দেশে হওয়া অসংখ্য ব্যাঙ্ক স্ক্যামের ঘটনা দুই বন্ধু ভার্গব ও সিদ্ধান্তের জীবনের চিন্তাধারা বদলে দেয়। এরপর তারা একসঙ্গে একটি নকল ব্যাঙ্ক তৈরি করে। যেখানে সাধারণ মানুষ টাকা জমাতে থাকে এবং একসময় সব টাকা নিয়ে দেশ ছেড়ে পালায় দুই বন্ধু। কী হবে তারপর? ৩ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিম করছে 'অক্কড় বক্কড় রফু চক্কর'।



জয় ভীম: ১৯৯০ সালে তামিলনাড়ুতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি। ছবিতে সূর্যের সঙ্গে প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখকে দেখা গেছে। অ্যামাজন প্রাইমেই ছবিটি মুক্তি পেয়েছে ২ নভেম্বর।



ডিবুক: হিট মালয়লম ভৌতিক ছবি 'এজরা'-এর রিমেক এটি। মরিশাসে শ্যুট করা হয়েছে ছবিটি। মুখ্য চরিত্রে ইমরান হাশমি ও নিকিতা দত্তকে দেখা গেছে। সিনেমাটি পাবেন অ্যামাজন প্রাইমে।



মারাদোনা, ব্লেসড ড্রিম: এই ছবিটির মোট ৫ ভাষায় ডাবিং হয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, বাংলা ও মালয়লম। এটি দিয়েগো মারাদোনার আত্মজীবনীমূলক ছবি। দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে। 



ওয়ান মাইক স্ট্যান্ড: দর্শকদের মন জয় করতে দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছে 'ওয়ান মাইক স্ট্যান্ড'। প্রথম সিজনের মতো এবারেও কমেডির মঞ্চে নজর কেড়েছেন পরিচিত মুখেরা। ইতিমধ্যেই স্ট্রিমিং চলছে অ্যামাজন প্রাইমে।



আরও পড়ুন: One Mic Stand 2: 'ওয়ান মাইক স্ট্যান্ড' দেখে অভিভূত কিয়ারা আডবাণী, কী বললেন কর্ণ জোহর?