নয়াদিল্লি: গতকাল দিল্লিতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ের রিসেপশনে অন্যতম তারকা আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজিত এই রিসেপশনে প্রধানত কোহলি ও অনুষ্কার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা এসেছিলেন। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আসার জন্য নিরাপত্তার কারণে অনুষ্ঠান স্থলে যাওয়ার রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছিল। এই দুই হেভিওয়েট রাজনৈতিক নেতার পাশাপাশি এক খুদে সেলিব্রিট রিসেপশনে সবার নজর কেড়ে নেয়। সে আর কেউ নয়। ভারতীয় দলের ওপেনার শিখর ধবনের ছেলে জোরাবর। ধবনের স্ত্রী আয়েশাও এসেছিলেন। বিরাটকে তো জোরাবরকে কোলে তুলে নিয়ে ধবন ও গুরদাস মানের সঙ্গে একটি পঞ্জাবি গানের তালে নাচতেও দেখা গেল।
নববধূ অনুষ্কার কোলে বসে ঘুমে ঢুলে পড়তেও দেখা গেল জোরাবরকে।