মুম্বই: বিগ বস ১১ জিতেছেন শিল্পা শিন্ডে। তিনি পুরস্কার বাবদ পেয়েছেন ৪৪ লক্ষ টাকা। এত টাকা কীভাবে খরচ করবেন, সেটা জানিয়েছেন তিনি। ছোটপর্দার প্রিয় ‘ভাবি জি’ বলেছেন, ‘আমি সবসময় ভাবতাম, এই শো জিতলে বাবার স্মৃতিতে অন্যদের জন্য প্রাইজমানি কাজে লাগাব। বয়স্কদের জন্য একটা ক্রেশ করতে চাই।’


বিগ বস ১১ ফাইনালে হিনা খান, বিকাশ গুপ্ত ও পুনীশ শর্মাকে হারিয়ে দিয়েছেন শিল্পা। তিনি বিগ বস হাউসে ১০৫ দিন কাটান। এই শোয়ের প্রথম দিকে বিকাশের সঙ্গে শিল্পার ঝগড়া আলোচ্য বিষয় ছিল। পরে অবশ্য তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। এখন ক্রিকেট বিষয়ক আইপিএল শো ধন ধনা ধনে দেখা যাচ্ছে শিল্পাকে। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে আছেন সুনীল গ্রোভার। এই শো বেশ জনপ্রিয় হয়েছে।