মুম্বই: সঞ্জয় দত্তের জীবন নিয়ে রাজকুমার হিরানির ছবির খবর এখন বোধহয় সকলের জানা। সঞ্জয়ের ভূমিকায় কাজ করবেন রণবীর কপূর। তাঁর বিপরীতে সোনম কপূরকে সই করিয়েছেন হিরানি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সঞ্জয়ের মা নার্গিসের ভূমিকায় কে?



জানা গেছে, রাজকুমার হিরানির প্রথম পছন্দ তব্বু। এ ব্যাপারে তব্বুর সঙ্গে কথাও বলেছেন তিনি।



তবে তব্বু রাজি হয়েছেন কিনা এখনও জানা যায়নি। যদি হ্যাঁ বলেন, তবে এ নিয়ে তৃতীয়বার ছবির পর্দায় মা সাজবেন তিনি। এর আগে ‘হায়দার’-এ তব্বু শাহিদ কপূরের মায়ের রোল করেছিলেন। আর ‘ফিতুর’-এ কাজ করেন ক্যাটরিনা কাইফের মা হিসেবে।